যার যার জায়গায় থেকেই এই সরকার এবং তার সমর্থকদের মনোবল ভেঙ্গে দেয়ার সংগ্রামে অংশ নিন।আর সংগ্রাম ছড়িয়ে দিন সবখানে

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৪ মে, ২০১৩, ০৫:২৪:৫৯ বিকাল

আমরা জানি এপর্যন্ত আন্দোলন চলছে নিতান্তই প্রচলিত পদ্ধতিতে। একপক্ষে একটি মাত্র কথিত বড় দল আর আছে নামসর্বস্ব কয়টা বাম দল যারা শুধু অস্তিত্ব রক্ষার জন্য আ’লীগের সাথে আছে।জনসমর্থনে এতটা নিন্ম পর্যায়ে কবে ছিল তাজানতে হলে গবেষনা করতে হবে। আমরা জানি সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুধ্ব কিন্তু প্রশ্ন উঠে তাহলে রাজপথের আন্দোলন আরো জোরদার হচ্ছে না কেন? দেশের ৯০ভাগ মানুষের পক্ষে নিজস্ব বাস্তবতা যেমন- চাকরি ব্যবসা পারিবারিক পিছুটান ইত্যাদি পেছনে ফেলে রাজপথের আন্দোলনে অংশ নেয়া প্রায় অসম্ভব। আর সরকারের দমন নীর্যাতন বিচারাঙ্গনের প্রতি অনাস্থা ইত্যাদি নানা বিষয়তো আছেই।কিন্তু আছে হতাশা আর দীর্ঘশ্বাস। আমরা দেখছি অনেকেই কিছু করতে চান বাস্তবতার কারণে পারেননা না পারার কারণেই এই দীর্ঘশ্বাস।তাদের জন্য কয়টা কৌশল যাতে সবাই হতে পারেন আন্দোলনের অংশ। যেমন--

১। আপনার আত্নীয় বন্ধু প্রতিবেশী আ’লীগ ও বামদের যথাসম্ভব এড়িয়ে চলুন। যোগাযোগ লেনদেন কমিয়ে দিন।

২। আশেপাশের যেসব দোকান থেকে কেনাকাটা করেন জেনে নিন এরা আ’লীগ ও বামদের কিনা তাহলে যথাসম্ভব এড়িয়ে চলুন।

৩। দালাল মিডিয়া বর্জন করুন।দালাল পত্রিকা কেনা বন্ধ করুন।

৪। ফেসবুকে টুইটারে ওদের বড় ব্যাবসা প্রতিষ্ঠানের নাম মালিকদের নাম প্রকাশ করে এদের বর্জনের আহবান জানান।

সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষীরা সরকারের পক্ষে আর এই সরকারই এদের পৃষ্ঠপোষক।ধর্মের পবিত্র বিষয় গুলো নিয়ে চরম ঔধ্যত্য দেখালেও এদের বিপক্ষে সরকারের কার্যকর পদক্ষেপ নেই বরং উৎসাহ দেয়া হচ্ছে।যার যার জায়গায় থেকেই এই সরকার এবং তার সমর্থকদের মনোবল ভেঙ্গে দেয়ার সংগ্রামে অংশ নিন।আর সংগ্রাম ছড়িয়ে দিন সবখানে।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File