রানা যদি জামাত নেতা হতো.........???

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৮ এপ্রিল, ২০১৩, ১১:৫২:২৮ রাত



১. প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন স্থগিত করে তার মন্ত্রী, এম পি দেরকে নিয়ে রানাপ্লাজার সামনে তাবু টাঙ্গাতেন। আর হাঙ্গার স্টাইক করে বলতেন, একজনও ধ্বংস স্তূপে থাকা অবস্থায় তিনি খাবার স্পর্শ করবেন না।।

২. মুন্নি সাহারা অস্রুসিক্ত নয়নে গম্ভীর বদনে ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২৩ ঘণ্টা প্রচার করতো ""কে এই রানা"" রানার বাপ, দাদা চৌদ্দ গোষ্ঠীর নাম জনগণকে মুখস্থ করাতো।

৩. স্থানীয় উত্তেজিত জনতা (আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ) এক ঘণ্টার মধ্যে রানাসহ আশেপাশে সব জামাত নেতাদের বাড়ি জালিয়ে দিত।

৪. আবুল বরাকাত, মুরগী শাহরিয়ার, মুন্তাসীর মামুনেরা টকশো করতে করতে জাতিকে উদ্ধার করতেন (এখন অবশ্য তারা বিশ্রামে)।

৫. "ইসলামী ব্যাংক" ই রানাপ্লাজার টাকার উৎস। সুতরাং আশেপাশে সব ইসলামী ব্যাংক .........অ্যাঁ ।।

৬. দেশ আরো কয়েক দিন রাষ্ট্রপতি ছাড়া থাকতো। অর্থাৎ রাস্ত্রপতির শপথ আরো কয়েক দিন পরে হতো, আর হলেও ইতিহাস সৃষ্টি হতো রাষ্ট্রপতিকে দেখা যেত ড্রিল হাতে সাভারে।

৭. সরকার ২০১৩ সালকে শোঁক বর্ষ ঘোষণা করতো।

(কল্পনা প্রসুত, বর্তমান পরিস্থিতিকে ১৮০ ডিগ্রী এঙ্গেলে উল্টিয়ে চিন্তা করলে মিলেও যেতেপারে। এ ক্ষেত্রে কত্রীপক্ষ দায়ী থাকবে না)

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File