স্বরাষ্ট্র মন্ত্রী মানষিক প্রতিবন্ধী! এদের মত বিকৃত মানুষগুলোই কানাঘুষা করে নষ্ট করেছিল বঙ্গবন্ধুর মাথা,আর এখন খাচ্ছে শেখ হাসিনার মাথা!

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৭ এপ্রিল, ২০১৩, ০১:৩৩:৪১ রাত

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘গণমাধ্যমে আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে আটটায় যখন হরতাল বলবত্কারীরা তাঁদের তথাকথিত হরতাল বলবত্করণের লক্ষ্যে সেই ইমারত প্রাঙ্গণের ফটকসংবলিত কলামে ধাক্কাধাক্কি করেছিলেন, সেটা তাঁরা না করলেও পারতেন।’ তিনি বলেন, ‘যখন তারা দেখছে, একটি বিশ্বমানের ইমারতে ফাটল ধরেছে, তখন সেখানে উপস্থিত হয়ে এ ধরনের ধাক্কাধাক্কি অমানবিক।কিন্তু গণমাধ্যমে আমার বক্তব্যএভাবে আসেনি।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমার বক্তব্য গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।আমি নাকি বলেছি, হরতাল সমর্থনকারীরা ধাক্কাধাক্কি করে ইমারত ভেঙে ফেলেছে। আমি আরও আশ্চর্য হয়েছি যে, তাঁরা জনগণের ওপর আস্থা না রেখে নিজেদের রাজনীতিবিদ ও সমাজবিদ বানাতে চেয়েছেন।’ তিনি বলেন, ‘অনেকে বলেছে, আমি বিকৃত মস্তিষ্কের অধিকারী। একজন জাতীয় নেতার বক্তব্য বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন না করলে দেশে যে কত বড় বিশৃঙ্খলা আসতে পারে, আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করাই এর প্রমাণ। দয়া করে বিকৃতভাবে সংবাদ উপস্থাপন করে দুষ্কৃতকারীদের সহায়ক হবেন না।’

স্বরাষ্ট্র মন্ত্রী মানষিক প্রতিবন্ধী!

বি বি সি-তে আপনার কন্ঠ রেকর্ড আছে। মানুষকে আর কত বোকা মনে করবেন? নিজে একটা বোকা এটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিন।বিশ্ববেহায়া পদবীতে যৌথ নাম সংযোজনের অনুরোধ করছি! এদের মত বিকৃত মানুষগুলোই কানাঘুষা করে নষ্ট করেছিল বঙ্গবন্ধুর মাথা,আর এখন খাচ্ছে শেখ হাসিনার মাথা!

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File