এই হলেন আমাদের "কমরেড মতিউর রহমান"!

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৬ এপ্রিল, ২০১৩, ০৬:৫৭:৫০ সন্ধ্যা

সাভার ট্র্যাজেডিতে শত শত প্রাণ চলে গেল। টিভিতে সেই দৃশ্য দেখে আমাদের চোখে অচেনা মানুষগুলোর জন্যও জল। কী করুণ! কী হৃদয়বিদারক! মৃতের সংখ্যা বাড়ছেই...।. পুরো জাতি প্রার্থনা করছে, হে আল্লাহ আর একটিও যেন না বাড়ে নিহতের সংখ্যা।

আজ শুক্রবার সব প্রতিষ্ঠান নির্ধারিত সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে। শোকে, মৃতদের প্রতি সম্মান জানিয়ে। একমাত্র ব্যতিক্রম প্রথম আলো। দেশে এত বড় দুর্যোগের পরও, এই মৃত্যুর মিছিলের মাঝেই হতে যাচ্ছে "মেরিল-প্রথম আলোর অনুষ্ঠান"। .নাচন-কুদন আনন্দ-ফূর্তির অনুষ্ঠান বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আলো। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

এই হলেন আমাদের "কমরেড মতিউর রহমান"! দিনবদলের ডাকেদেনেওয়ালা...!

ছিঃ!

সাভার ট্র্যাজেডির কারণে আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের

কোটি কোটি টাকা খরচ করে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানটি বন্ধের জন্য দাবী করছি। উদ্যোক্তারা বন্ধ না করলে- যারা আমন্ত্রণ পত্র পেয়েছেন, তারা এই অনুষ্ঠান বয়কট করুন।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File