১৪ ও ১৮ দিনের পর তৃতীয় দফায় শিবির সভাপতির ৩ দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ সারাদেশে

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৩ এপ্রিল, ২০১৩, ১১:০৫:২৪ রাত

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে গ্রেফতারের পর মিথ্যা মামলায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের পর গত ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় মঞ্জুরকৃত ১৮ দিনের রিমান্ড চলাকালে গতকাল তৃতীয় দফায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার বলেন, শিবির সভাপতি দেলাওয়ার হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতারের পর মিথ্যা মামলা দিয়ে প্রথম দফায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করার পার আবারো ১৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ১৮ দিনের রিমান্ড চলাকালে গতকাল আবারো মিরপুর ও যাত্রাবাড়ি থানার দুটি মিথ্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে তিন দফায় তাঁর ৩৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হলো। প্রথম দফা রিমান্ডে নিয়েই তাকে নির্মম নির্যাতন করা হয়। ধারাবহিক নির্যাতনের ফলে তিনি বর্তমানে মূমূর্ষূ অবস্থায় আছেন। তিনি পূর্ব থেকেই প্রেসার ও জন্ডিস রোগে আক্রান্ত। গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির করলে দেখা যায়, তাঁর সারা শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। বাম হাতের দুটি আঙ্গুলের নখ থেতলে দেয়া হয়েছে। নির্যাতনের ফলে তিনি কয়েকদিন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। শিবির সভাপতিকে নিঃশেষ করার উদ্দেশ্যেই এভাবে দফায় দফায় রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের জনপ্রিয় ছাত্রনেতার সাথে সরকারের এই আচরণ তাদের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রের বহিপ্রকাশ। আওয়ামী সরকার প্রমান করেছে তারা গণতন্ত্র, পরমত সহিষ্ণুতা, আইনের শাসন ও রাজনৈতিক শিষ্ঠাচারে বিশ্বাস করে না। বাংলাদেশে যে মানবাধিকার লংঘন চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে, এভাবে নির্যাতনের লক্ষে তিন দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনা তাই প্রমানিত করে। শিবির সভাপতির সাথে সরকারের এই আচরণ দেশের আপামর ছাত্রজনতাকে বিক্ষুব্ধ করে তুলেছে। যদি অবিলম্বে শিবির সভাপতির সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁকে নিঃশর্ত মুক্তি না দেয়া হয়, তাহলে ছাত্রজনতা চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করেই প্রিয় নেতাকে কারামুক্ত করবে।

শিবির সেক্রেটারী জেনারেল অবিলম্বে শিবির সভাপতির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

২৩.০৪.১৩

১৪ ও ১৮ দিনের পর তৃতীয় দফায় শিবির সভাপতির

৩ দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে গ্রেফতারের পর মিথ্যা মামলায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের পর গত ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় মঞ্জুরকৃত ১৮ দিনের রিমান্ড চলাকালে গতকাল তৃতীয় দফায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার বলেন, শিবির সভাপতি দেলাওয়ার হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতারের পর মিথ্যা মামলা দিয়ে প্রথম দফায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করার পার আবারো ১৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ১৮ দিনের রিমান্ড চলাকালে গতকাল আবারো মিরপুর ও যাত্রাবাড়ি থানার দুটি মিথ্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে তিন দফায় তাঁর ৩৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হলো। প্রথম দফা রিমান্ডে নিয়েই তাকে নির্মম নির্যাতন করা হয়। ধারাবহিক নির্যাতনের ফলে তিনি বর্তমানে মূমূর্ষূ অবস্থায় আছেন। তিনি পূর্ব থেকেই প্রেসার ও জন্ডিস রোগে আক্রান্ত। গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির করলে দেখা যায়, তাঁর সারা শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। বাম হাতের দুটি আঙ্গুলের নখ থেতলে দেয়া হয়েছে। নির্যাতনের ফলে তিনি কয়েকদিন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। শিবির সভাপতিকে নিঃশেষ করার উদ্দেশ্যেই এভাবে দফায় দফায় রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের জনপ্রিয় ছাত্রনেতার সাথে সরকারের এই আচরণ তাদের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রের বহিপ্রকাশ। আওয়ামী সরকার প্রমান করেছে তারা গণতন্ত্র, পরমত সহিষ্ণুতা, আইনের শাসন ও রাজনৈতিক শিষ্ঠাচারে বিশ্বাস করে না। বাংলাদেশে যে মানবাধিকার লংঘন চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে, এভাবে নির্যাতনের লক্ষে তিন দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনা তাই প্রমানিত করে। শিবির সভাপতির সাথে সরকারের এই আচরণ দেশের আপামর ছাত্রজনতাকে বিক্ষুব্ধ করে তুলেছে। যদি অবিলম্বে শিবির সভাপতির সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁকে নিঃশর্ত মুক্তি না দেয়া হয়, তাহলে ছাত্রজনতা চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করেই প্রিয় নেতাকে কারামুক্ত করবে।

শিবির সেক্রেটারী জেনারেল অবিলম্বে শিবির সভাপতির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File