অবমাননা আর মানবধিকার যখন শুধুই ক্ষমতার উপর কেন্দ্রীভূত! নতুন করে শিখতে হবে সবকিছুই!!! কোথায় আমাদের অসহায়ত্ব বলুন তো???

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৭ এপ্রিল, ২০১৩, ০৪:৫১:৪৯ বিকাল

১.কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা,উজবক।এরা শুধু মুখস্থ করে।*অর্থমন্ত্রী এমএ মুহিত

২.কুতসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে।= ডেপুটি স্পীকার শওকত

৩.বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন।= নৌমন্ত্রী শাহজাহান

৪.গ্রাম গন্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে।= পঙ্কজ কুমার

৫.মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতে হলে তাদের নাচ গান শিক্ষা দিতে হবে। = হাসান মাহমুদ

৬.সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে।= সজিব ওয়াজেদ জয়

৭.রাসুল সাঃ হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন।= ধর্মপ্রতিমন্ত্রী

৮.আমি মুসলিমও নই হিন্দুও নই। = সৈয়দ আশরাফ

৯.মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে।= প্রধান মন্ত্রী শেখ হাসিনা

১০. রাসুল সাঃকে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে হৈ চৈ করা ঠিক নয়।= তথ্যমন্ত্রী হাসানুল হক্ব ইনু

১১. রাসুল সাঃ ধর্মনিরপেক্ষ ছিলেন।= মহাজোট এমপি বাদল।

ঠিক একইভাবে,

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের উত্যক্ত করলে নারী অবমাননা হয় না।

ধর্ষনের সেঞ্চুরী করে মহানন্দে মহাসমারোহে পার্টি দিলে নারী অবমাননা হয় না।

একটি নির্দিষ্ট ধর্মের মহীয়সী নারীদের উপর"কলম যোদ্ধা"-দের ক্রমাগত আক্রমনে নারী অবমাননা হয় না।

ক্ষমতাসীন চেয়ারম্যান কর্তৃক বাচ্চা মেয়েকেধর্ষনেও নারী অবমাননা হয় না। ইডেন কলেজে হিজাবী মেয়েদের উপর আক্রমনে নারীঅবমাননা হয় না। এমনকি লাকী আক্তারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠালেও কিন্তু নারী অবমাননা হয় না।

নারী অবমাননা হয় শুধু নারী পুরুষ অবাধ মেলামেশার বিপক্ষে দাবী জানালে!

মানবধিকার লঙ্ঘন হয়না যখন দেশটাকে ৫৪ হাজার বর্গমাইলের কারাগার বানানো হয়! মানবধিকার লঙ্ঘন হয়না যখন, মাহামুদুর রহমানের মতো মানুষকে কোন যুক্তিক কারন ছাড়াই ১৪ দিনের রিমান্ড এ নিয়ে জুলুম করা হয়। মানবধিকার লঙ্ঘন হয়না যখন, একদিনে ৭৫ জন নির্দোষ মানুষকে বিনা কারনে হত্যা করা হয়। মানবধিকার লঙ্ঘন হয়না যখন, কোন প্রমান ছাড়াই আলেমদের ফাঁসির আদেশ দেওয়া হয়। মানবধিকার লঙ্ঘন হয়না যখন, বিরোধী মতকে দমন করার জন্য আটক রেখে নির্যাতন করা হয়। এমন আরও হাজারো বিষয় আছে যেটা আমাদের কথিত মানবধিকার কর্মীদের কাছে মানবধিকার লঙ্ঘনের মতো কিছু মনে হয়না। কিন্তু, নাস্তিক ব্লগারদেরকে আটক রাখা নাকি মানবধিকার লঙ্ঘন!!!

নাস্তিক ব্লগারের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পর রাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি লিখেছে আন্তর্জাতিক একটি বেসরকারী মানবাধিকার সংস্থা। সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এই চিঠি লিখা হয় বলে জানা যায়। এখন এমতাবস্থায় আমাদের অসহায়ত্ব বরন করে নেওয়া ছাড়া কি আর কোন পথ খোলা আছে??!! হ্যাঁ, একটা পথ খোলা আছে। সেটা হল যারা এইসব নোংরা কাজের সাথে জড়িত তাদেরকে রাস্তায় পেলেই ফটিকছড়ির মতো গন প্রতিরধের মাধ্যমে সোজা করে ভাল পথে নিয়া আসতে হবে। আর যদি না পারি তবে এটা আমাদের ই ব্যর্থতা।

বিষয়: বিবিধ

১৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File