আমি ও মিথ্যা >>>>>
লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৪ এপ্রিল, ২০১৩, ০৪:১১:৩৫ বিকাল
আমরা স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের অবনতির কারন কি? প্রথমেই আসবে হয়তো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। এখন প্রশ্ন হল তারা কান ব্যর্থ? তাদের নিজের দলের মধ্যেই ঐক্য নাই। দলীয় অন্তরক্রন্দল, লোভ, অহংকার, সুশিক্ষার অভাব আরও অনেক কারন রয়েছে। শুধু কি তাই? আমাদের মতের সাথে আমরা বিরোধী মতকে অবহেলা করে কানেই তুলিনা! তার মানেকি আমি ই সবজান্তা সঠিক? আমার ভিতর ১০% হলেও ভুল থাকবে, আর নিজের ভুল নিজে শুধরানো যায়না বলেই বিরোধী মতকে আমাদের প্রাধান্য দিতেই হবে। দলীয় ভুল চোখের সামনে দেখলেও প্রতিবাদ বা শুধরিয়ে দেওয়ার কোন পথ আমাদের কাছে নেই! এর কারন কি? আমাদের সংবিধান- যেটা রাষ্ট্র পরিচালনার হাতিয়ার সেখানেই আমার হাত পা বেধে দেওয়া হয়েছে। আর্টিকেল ৭০ তে বলা হয়েছে, নিজ দলের বিপক্ষে ভোট বা মত প্রকাশ করলে সে দলীয় পদবী হারাবে!!! আম্রাত সুশীল! তবে এ ক্যামন সুশীলতা? আমরা তো মিথ্যার সাথে বসবাস করছি যুগের পর যুগ! যখন তফায়েলের মতো মানুষ বলল- আমাকে মুখ খোলার আগে দল ছারতে হবে! তার এই মন্তব্বেকি আমরা এইটুকু বুজতে পারিনা আমাদের দেশ আজ কতটা সঙ্কটে? ১/১১ আমাদের সবারিত মনে আছে। তবে আবারো ক্যানও দেশটাকে ওইদিকে নিয়া জেতে চাইছেন? আমরা সবাই, বড় ৩ রাজনৈতিক দলের কম বেশি সবাইত ক্ষতি গ্রস্থ হয়েছিলাম! অতিত মনে রেখে আমরা যদি সামনের দিকে পথ চলি তবে সেটা আমাদের নিজেদের জন্যই শুভ হবে।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন