আমরা ও আমাদের দেশঃ

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৪ এপ্রিল, ২০১৩, ১২:৫০:৫৭ রাত

আমাদের দেশে কি হতে যাচ্ছে সেটা হয়তো আমাদের দেশের সবার কাছেই একটা অজানা ভবিষ্যৎ। সবাই নিজেকে নিয়া ভাবতে চায়! আজ আমরা আমাদের ইতিহাস থেকে কতটা দূরে সরে এসেছি সেটাও হয়তো আমাদের কাছে অজানা। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল কারন কি ছিল আমরা কি সেটা কেউ জানি? হয়তো কখনো জানতেও চেষ্টা করিনি। এতাকি আমাদের অপারগতা না? আমরা শুধু নিজের পরিচয় ঠিক রাখতে চাই। একবারের জন্য ভাবিনা এই দেশটা কাদের রক্তে অর্জিত হয়েছিলো! কারা, কি জন্য, কাদের জন্য দেশটা স্বাধীন করেছিলো এগুলো আমাদের ভাববার হয়তো কোনই দরকার পরেনি। কিন্তু তাই বলে কি আমাদের দেশটা থেমে আছে??? না থেমে নাই ঠিক, কিন্তু আমরা যদি আরও বেশি দেশপ্রেমিক হতে পারতাম তবে হয়তো আজ দেশের ৭৫ জন বাঙালি মানুষ মারা যেতো না। এই দায় কার? অবশ্যই আমাদের। আমরা কেউ কি জানি শেখ মুজিবের স্বাধীনতার জন্য সংগ্রাম করার কি দরকার ছিল? কেউ কি জানি জিয়া উর রাহমান কি কারনে আমাদের দেশে বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গনতান্ত্রিক শাসন চালু করেন?! দেশটা যারা গড়ে দিলো আমরা তাদের আদর্শকে সামনে রেখে কয়জন দেশ নিয়া ভাবি? এগুলো ভাবার দায়িত্ব আমাদের না সেটা ঠিক, কিন্তু যারা রাজনীতি করেন দেশটাকে নিয়া ভাবেন তারা ক্যান এইসব বিষয়ে আরও মনযোগী হতে পারেননা? সঠিক ইতিহাস জানা আমাদের যেমন একটা অধিকার, ঠিক তেমন ইতিহাস রক্ষার দায়িত্ব ও আমাদের। অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আমাদের করনিও আমাদেরকেই ঠিক করতে হবে। আমাদের সবাইকেই আরও দায়িত্বশীল হতে হবে যদি দেশটা কে একটা সভ্য দেশ হিসাবে দেকতে চাই।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File