শরীরটাও আস্তে আস্তে মরে যাচ্ছে
লিখেছেন লিখেছেন সৈকত আবদুর রহিম ০৫ জুন, ২০১৪, ০৮:১৩:৪৭ রাত
শরীরটাও আস্তে আস্তে মরে যাচ্ছে
সৈকত আবদুর রহিম
আগের সেই তুমি আর আগের মত নেই
এখনো বৃষ্টির প্রেমে জমিনের কাদা মানুষের পায়ে লুটোপুটি খায়
এখনও তোমার মেসের ছাদে জোছনায় বাতাসে মাখামাখি হয়।
দুপুরের ভাতঘুম শেষে চায়ের কাপে এখনও চুমুক দাও
তোমার অস্তিত্ব শরীর জৈবিক চাহিদা সবকিছু দিনরাত্রির নিয়ম মেনে চলে
ক্ষুধা লাগলে টের পাও
গভীর রাতে বিশ্রী স্বপ্ন দেখে আঁৎকে ওঠো
আহার বিহার নিদ্রা মৈথুন সবকিছুতে মেতে থাকো
শুধু হৃদয় প্রেম অনুভব এ সবকিছুর গরমিল
তোমার হৃদয়ের মেঠোপথে একদিন যে ভাঁজ চিহ্ন এঁকেছিলাম আমি
কেবল সে ভাঁজের মাঝে হয়তো কেউ তিলক এঁকে দিয়েছে
তাতেই তোমার শরীর আর মনের সুতোয় টান পড়লো
আমার জোছনা বৃষ্টি প্রেমে আর ভিজলে না।
তবে কী তোমার শরীর আর মন আলাদা কিছু
শুধু শরীরের গন্ধে মন ভোলাতে চেয়েছো বলেই কী
মন থেকে দূরে সরে এসেও বেঁচে আছো।
আর আমার মনটা মরে গেছে বলে শরীরটাও আস্তে আস্তে মরে যাচ্ছে
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন