সবুজ স্বপন ফিকে হল
লিখেছেন লিখেছেন সৈকত আবদুর রহিম ১৬ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:৩১ দুপুর
মেঘটা ক্যামন খাঁজ কাটা আজ
রংটা বেজায় কালো
আকাশ গাঁয়ে বিজলি বাতি
খানিক আধার আলো
স্বপ্ন দ্যাখে কাদের মাঝি
বইঠা নিয়ে নায়
বৃষ্টি ফোটায় এবার বুঝি
ঘুচবে পেটের দায়
নদীর জলে রুপোর ঝিলিক
কোথায় গেলো হায়
বন্ধু নামের প্রভূর বাধে
মরলো দেশের মায়
সবুজ স্বপন ফিকে হলো
চোখের কোনে রাত
ঘুমগুলো সব শত্রু হলো
নেইযে পেটে ভাত।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন