ছড়া -আতঙ্ক
লিখেছেন লিখেছেন আসাদ বাবু ৩০ জুলাই, ২০১৩, ০২:৫৯:৫৮ দুপুর
আজকাল রাস্তা ঘাটে
চলতে অনেক ভয় লাগে
যখন তখন নামতে পারে
বুলেট বোমা মুষুল ধারে
ব্ষ্টিহীন আকাশ থেকে
নিভিয়ে দিতে পারে জীবন
এক মিনিটের বব্যধানে।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন