সবাইকে লেখার আমন্ত্রন জানাচ্ছি বাংলা ব্লগ “বাংলা ফ্যামিলি” তে।

লিখেছেন লিখেছেন রিংকু মানব ২১ জুলাই, ২০১৩, ০৭:২১:০৮ সন্ধ্যা



https://www.banglafamily.com/

মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের ব্লগিং জগতে যুক্ত হলো আরেকটি ‍নতুন নাম “বাংলা ফ্যামিলি” ।

খুব অল্প সময়ে ব্লগটি সামু, আমারব্লগ, সোনার বাংলা সহ বাংলাদেশের অন্যান্যা জনপ্রিয় ব্লগের মতো জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছি । তাই সকল ব্লগারদের “বাংলা ফ্যামিলি” তে লেখার আমন্ত্রন জানাচ্ছি।

“বাংলা ফ্যামিলি” এর বৈশিষ্ট্য সমূহ:

০১. এই ওয়েবসাইট এ পোস্ট করার জন্য ২ টি অপশন আছে ফোরাম, এবং ব্লগ।

০২. একসাথে ২৫০ জন চ্যাট করতে পারবেন ।

০৩. আপনি ইচ্ছা করলে প্রাইভেট চ্যাট করতে পারেন।

০৪. ওয়েবসাইট টি ৯টি কালার এ ব্যাবহার করতে পারবেন।

০৫. ব্লগটিতে ফেসবুক এবং টুইটার দিয়েও সাইন আপ করা যাবে।

০৬. এখানে ফ্রেন্ড অ্যাড এবং ম্যাসেজ সেন্ড করার সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও আরোও অনেক সুবিধা সহ একটি ভাল ব্লগের যেসব সুবিধা থাকে তার সবই পাবেন “বাংলা ফ্যামিলি” তে। তাই সকলকে আমন্ত্রন জানাচ্ছি একবার হলেও ঘুরে আসুন “বাংলা ফ্যামিলি” থেকে ।

https://www.banglafamily.com/

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File