আমার ফ্রীলেঞ্চিং জীবন , সফল না বিফল?
লিখেছেন লিখেছেন রিংকু মানব ১৫ এপ্রিল, ২০১৩, ০৮:০৪:৫৮ সকাল
আমি রিংকু । বাংলাদেশের অনেক ফ্রীলেঞ্ছার এর পাশাপাশি আমিও একজন ।
২০০৮ সাল থেকে বলতে পারেন। তবে কোন বড় কাজ দিয়ে নয়। শুরু করে ছিলাম ptc দিয়ে।
এক সাথে প্রায় ১০০-২০০ PTC সাইট এ কাজ করতাম। তবে অনেক হতাশ হয়ে পড়েছিলাম যখন ১ মাস পড়ে পেয়েছিলাম মাত্র $0.50.
টা পেয়েছিলাম আবার পেপাল এ । হা হা
পরবর্তীতে ছেড়ে দিলাম ptc. অন্য কিছু করার খুজতে ছিলাম । কিছুই পেলামনা। অনেক ব্লগ খুললাম এবং google adsense এর জন্য চেষ্টা করতাম কিন্তু গুগল মামু ত আমাকে একটাই ম্যাসেজ পাঠাতো বুঝতে পেরেছেন কি ?
তারপর ভাবলাম আমাকে দিয়ে এই কাজ হবেনা। হুম ।। হতাশ আর হতাশ ।
তারপর শিখে নিলাম ওয়েব ডিজাইন , তবে কোন কোচিং এ গিয়ে নয়। অন লাইন এ ...।।
একদিন একটি কোম্পানির লাইভ চ্যাট এ গিয়ে বললাম আমি আপনাদের সাথে কি কাজ করতে পারবো? তারা আমাকে বলল আপনার ইমেইল দিয়ে যান আমরা আমদের ম্যানেজার কে বলবো, জিনিশটাকে আমি অত গুরুত্ব দেইনি।।
এটি ছিল ০১.২৮.২০১১ হটাৎ একটা ইমেইল পেলাম আমাকে জিজ্ঞাশ করা হল আমি কি কি কাজ জানি এবং আবার আমার অভিজ্ঞতা সম্পর্কে। জাইহক জানালাম আমি তাদের চাকরী পেয়ে গেলাম আমি । প্রথম মাসের বেতন ৬০০ ডলার কখনো ভাবিনি আমি কারন । মা আমকে প্রতিদিন ১০ থেকে ২০ টাকা দিত আর তার কাছে এত টাকা , হুম ।।
১.৫ বছর চাকরী করলাম ভালই দিন কাটছিল কিন্তু চাকরীর জন্য আমার পরাশুনার তেরটা ... চাকরী ছেড়ে দিলাম নিজেই একটা কম্পানি খুলে বসলাম
এখন আমার কোম্পানিতে ৩২ জন কাজ করেন । এবং আমি অনেক ভালই আছি..............................।
সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি ফ্রীলেঞ্ছিং এর পাশাপাশি পড়াশুনা করছি... হাহা ।।
কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছি তার লিঙ্ক ভালো লাগলে আশবেন
http://www.banglafamily.com/
প্রথম আয় আমার অন লাইন হতে
আমার এই মাস এর আয়
আমার ফেসবুক
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন