কোন স্বপ্ন দেখছে বিএনপি?
লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ০৬ মে, ২০১৩, ০৮:৪৩:১১ সকাল
গতকাল সোমবার যখন পল্টন এবং বায়তুল মুকাররম মুসজিদের আশে পাশে নিরস্ত্র হেফাজত কর্মিদের ওপর মুহুর্মুহু গুলি ছুঁড়ে পুলিশ। একের পর এক হেফাজত কর্মি যখন মাটি লুটিয়ে পড়ছে। যখন ঢাকার আকাশে আলেমদের আর্তনাদ ঠিক সেই মুহুর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা বিপদগ্রস্ত হেফাজতকর্মিদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মিদের প্রদি নির্দেশ দিলেন। মিডিয়ার কল্যানে তাঁর এই নির্দেশের খবর ছড়িয় পড়ার পর লড়াইয়ের ময়দানে থাকা নিরস্ত্র হেফজাত কর্মি এবং সারাদেশের মানুষের মাঝে আশার সঞ্চার করলো। সবাই ভাবলো এবার বুঝি জালিম সরকারের পেটুয়া বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু আমরা এটি দেখলাম! বেগম জিয়ার নির্দেশের পরেও একজন বিএনপি কর্মিকেও কি ঢাকার রাজপথে দেখা গেছে? কেউ তা বলতে পারছেন না। কিছু সময় অপেক্ষার পর যখন দেখা গেল বিএনপির কোন কর্মি হেফাজতের পাশে দাঁড়ায়নি ঠিক তখনি কঠোর অবস্থানে গেলে সরকার। গভীর রাতে ঘুমন্ত আলেমদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৯৭১ এর ২৫ মার্চ কালরাতের মত আরেকটি কালরাতের জন্ম দিলো শেখ হাসিনার পোষা গুন্ডারা। টেলিভিশনের পর্দায় সে দৃশ্য হয়তো দেখেছেন বেগম খালেদা জিয়াও। বিএনপির এই আচরণের পরিনাম কি হতে পারে সেটাকি একবার ভেবে দেখেছেন বিএনপি নেত্রী? বেগম জিয়া কি বুঝতে পারছেন লাখ লাখ আলেমকে গুলি বোমা মেরে ঢাকা থেকে বিদায় করার পর তাঁর দলের নেতাকর্মিদের কপালে কি লেখা আছে? তিনি কি একবার ভেবেছেন এরপরই শুরু হবে আসল লড়াই? সে লড়াইয়ে কি তিনি তাঁর দলের ফুলবাবুদের (!) রাজপথে নামাতে পারবেন? নাকি গতকালের মত ঘরের কোণে বসেই হুঙ্কার ছাড়বেন? আজ যদি বিএনপি এবং ১৮ দল সর্বশক্তি নিয়ে রাজধানীতে নামতে পারে তাহলে জাতির জন্য মঙ্গল তা না হলে হয়তোবা দীর্ঘ মেয়াদে জালিমের কারাগারে বন্দী হতে হবে হতভাগা জাতিকে!!
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন