জামায়াতকে ঠেকাতেই হেফাজতে ইসলাম?

লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ১৮ এপ্রিল, ২০১৩, ১১:০৭:৩৫ রাত

মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার কার্যক্রম চলাকালে হুট করে গজিয়ে ওঠা হেফাজতে ইসলামকে নিয়ে সন্দেহ সংশয় ক্রমেই ডালপালা মেলছে। সরকারের পক্ষ থেকে মুখে হেফাজতের বিরোধীতা করলেও ভেতরটা নাকি সম্পুর্ন আলাদা! হেফাজতের হুজুরদের মুখ দিয়ে সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে পাবলিক সেন্টিমেন্ট হেফাজতের পক্ষে নিতেই নাকি এসব করছে সরকার। গুঞ্জন শোনা যাচ্ছে- অসম্ভব দ্রুততার সাথে সামনে এগিয়ে চলা জামায়াতে ইসলামীকে কাবু করতেই হেফাজতে ইসলামের ব্যানারে জামায়াতবিরোধী আলেমদের এক কাতারে নিয়ে আসা হয়েছে। এভাবে চলতে চলতে হেফাজতে ইসলামের প্রতি সাধারন মানুষের সমর্থন বৃদ্ধি পেলে একসময় তাদের মুখ দিয়ে জামায়াতবিরোধী বক্তব্য প্রচার করা হবে। তারাও প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী হিসাবে জামায়াতের বিচার দাবি করবে। এতে করে জন্মলগ্ন থেকে জামায়াতবিরোধী কওমি আলেমদের দিয়ে অনায়াসেই জামায়াতকে ঘায়েল করতে সক্ষম হবে সরকার।

৬ এপ্রিল লংমার্চের মহাসমাবেশে প্রচন্ড গর্জনের পর ধপ করে চুপসে যাওয়া হেফাজতকে নিয়ে জনমনে সন্দেহ সংশয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সময় যত গড়াচ্ছে হেফাজতের আসল উদ্দেশ্য নিয়ে রহস্য ততই ঘনীভূত হচ্ছে। সত্যিই যদি হেফাজতে ইসলাম সরকারের পক্ষে কাজ করে তাহলে পরিস্থিতি কি দাঁড়াতে পারে? একদিকে সরকারের পক্ষ থেকে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির কাষ্টে ঝূলানো, আইন করে জামায়াতকে নিষিদ্ধ করার পরিকল্পনা; অন্যদিকে কওমি আলেমদের দিয়ে জামায়াতবিরোধী পাবলিক সেন্টিমেন্ট তৈরি সবই যদি ঠিকঠাক মত হয় তাহলে জামায়াতের ভবিষ্যৎ কি? জামায়াত কি চতুর্মুখি ষড়যন্ত্র মোকাবেলা করে ময়দানে টিকে থাকতে পারবে?

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File