বিএনপি কি মানুষের ভাষা বুঝেনা?
লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৩২:০৬ দুপুর
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদী দল বিএনপি আদৌ দেশের মানুষের মনের কথা বুঝে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে। ১৬ কোটি মানুষের কেবলমাত্র আওয়ামীপন্থী হাতেগোনা কিছু ছাড়া প্রায় সবাই এই সরকারের আচরণে ক্ষুব্ধ। সরকার আদালত আর বিচার নিয়ে ব্যস্ত অথচ দেশ চলে যাচ্ছে রসাতলে তার কোন খবরই রাখেনা। এমন অবস্থায় দেশ রক্ষার জন্য বিরোধী দল কি সঠিক দায়িত্ব পালন করছে? বিএনপি কি পারছে চরম অস্থির মুহুর্তে জনগণের সামনে সাহসের বাতি জ্বালাতে? পারছেনা। সকল ক্ষেত্রে সরকারের সীমাহীন ব্যর্থতায় হাজারো ইস্যূ সামনে থাকার পরেও বিএনপি আজ পর্যন্ত আন্দোলন চাঙ্গা করতে পারলোনা। জামায়াত-শিবির একাধিকবার রাজপথ গরম করলেও বিএনপি সেই উত্তপ্ত রাজপথে পানি ঢেলে আরও ঠান্ডা করেছে। তাহলে সমালোচকরা যা বলে সেটাই কি সত্যি? বিএনপির ভেতরে কি সরকারের চরদের শক্তিই বেশি? খালেদা জিয়ার চারপাশে যারা আছেন তারা কি আওয়ামীলীগের বেতনভুক্ত চর? বিষয়টি ভাবার সময় বয়ে যাচ্ছে। বেগম জিয়া যতদূর এসব চরদের চিনতে পারবেন ততই মঙ্গল বিএনপির এবং দেশের।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন