আজব ঘোড়ার পিঠে সওয়ার জন্মভূমি
লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ১৩ এপ্রিল, ২০১৩, ০৩:৩৮:১৬ দুপুর
আমাদের প্রানপ্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ এক আজব ঘোড়ার পিঠে চড়ে চলেছে অজানা গন্তব্যে। কোথায় সেই গন্তব্য জানা নেই কারও। কোথায় যাচ্ছে, কেনযোচ্ছে, কার জন্য যাচ্ছে কোন প্রশ্নেরই জবাব নেই কারও কাছে। তবুও ছুটে চলেছে অন্ধের মত।
আসলে আমরা নিজেদেরকে যতটা দেশপ্রেমিক মনে করি বাস্তবে তা নয়; আমরা মুখে দেশপ্রেমের কথা বললেও অন্তরে মোটেও দেশপ্রেম নেই আমাদের। কিন্তু তারপরও অনবরত নিজেকে দেশপ্রেমিক হিসেবে জাহির করে চলেছি সবাই। শাহবাগ থেকে শাপলা চত্বর সবখানেই কেন জানি দেশপ্রেমিক সাজার প্রতিযোগিতা। সবার হাতেই দেখি জাতীয় পতাকা। সবাইে যেন এই পতাকার দখলদারিত্ব নিতে মরিয়া। কিন্তু কেন? স্বাধীনরতার ৪২ বছর পর এসে হঠাৎ সবাই দেশপ্রেমিক সাজার প্রতিযোগিতায় নামলো কেন?
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন