ধ্যানরত ব্যক্তি (শিশিরের পাঠশালা)

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৪:১১ রাত

শিশিরের পাঠশালা

(দশম শ্রেণি)

# স্টুডেন্টঃ স্যার, একটা প্রশ্ন করবো?

# শিশিরঃ হ্যাঁ,, কর।

# স্টুডেন্টঃ এক আউলিয়ার কাহিনী পড়লাম, যিনি কয়েক বছর

একটানা ধ্যানরত ছিলেন। ধ্যানরত অবস্থায় উনার গায়ে গাছের শিকড় জড়িয়ে গেছে। আপনি বলেছেন যে এক এক রাকাত ও

ফরজ নামাজ ছেড়ে দিলে সে আউলিয়া হতে পারে না। আমার প্রশ্ন সেই লোকটি আল্লাহর ধ্যানে থেকে যে নামাজ ত্যাগ করেছে, তিনি কি আউলিয়া নন?

[ দশম শ্রেণির এক ছাত্রের প্রশ্ন]

# শিশিরঃ তোমার প্রশ্নের উত্তরটা কয়েক ভাবে দেয়া যাবে। তবে অতি সহজ ভাবে হল।

"হুজুরে পাক সাঃ যদি ধ্যান করে জীবনে এক ওয়াক্ত নামাজও

ছেড়ে দিয়ে থাকেন, তবে সেই ধ্যানী লোকটাকে আউলিয়া বলতে আমার সমস্যা নেই।

কিন্তু হুজুর যদি না ছেড়ে দিয়ে থাকেন, তবে সেই ধ্যানী লোকের ধ্যান আর 'গৌতম বুদ্ধের' ধ্যানের মাঝে আমি কোন পার্থক্য

দেখিনা।" ক্লিয়ার?

# সকল ছাত্রছাত্রীঃ ইয়েস স্যার।

(কিন্তু সে ছেলেটির আওয়াজ বেশি হয় নি।)

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269277
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫০
বিন হারুন লিখেছেন : কিছু মানুষ মাজার ব্যবসার উদ্দেশ্যে কল্প কাহিনি ছড়ায়. মাজার মূল সড়ক থেকে যত দূরেই হোকনা কেন তার গেট আর দান বক্স সড়কেই থাকে যাতে ব্যবসা ভাল জমে.
269289
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া।
269293
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৫
ফেরারী মন লিখেছেন : কোশ্চেনটা কিন্তু জটিল করেছে।
269309
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আলেীকিকতা দেখার জন্য এত ঘটনার প্রয়োজন হয়না। মানুষ যে বেঁচে থাকে সেটাই তো যথেষ্ট আলেীকিক।
269364
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৭
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Rose
270383
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৮
এক ফোটা শিশির লিখেছেন : মোবাইল দিয়ে নেট ইউজ করি,,, আর মোবাইল দিয়ে এ ব্লগটা চালানো খুব বিরক্তকর,,,,, তাই আসা হয় কম,,, তবুও সবাইকে ধন্যবাদ,,, মতামত দেয়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File