হিতির উরপে আল্লার গজব হইড়বো।

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২৭ অক্টোবর, ২০১৩, ০৯:২৩:৫৮ রাত

অনেক দিন পর এলাকায় গিয়ে আসরের নামাজের পর এক পরিচিত হিন্দু ভাইর দোকানে বসে খোজ খবর নিচ্ছি আর টিভিতে খবর দেখছি।

[ হঠাত এক মহিলা এলো হেক্সি লোড করতে]

মহিলাঃ খবরে কি কয়? হিতি (হাসিনা) নাইমছেনি?

শিশির‬ ; হিতি কে?

মহিলাঃ আরে হাছিনা জারুনি (জারজ)।

[হাসুম না কান্দুম?]

শিশিরঃ না নাইমতো ন। আরো হাচ বছর থাইকবো।

মহিলাঃ কইলে অইবো আরি? গতবার এনা ভোট দিছি। এবার ভোটের লাই আইলে হিছা (ঝাড়ু) দি হিডুম।

শিশিরঃ হিতি কিচ্ছে? হিতির উরপে এতো মনে কষ্ট কিল্লাই আন্নের?

মহিলাঃ আন্নে লাগে কিচ্ছু জানেন না। হিতি ভালা খারাপ যাই কইচ্ছে। হেইডা সমস্যা ন। কিন্তু হুজুরেগোরে মারি বড় পাপ কইচ্ছে। আর আমরা কেও ভোট দিতান ন।

শিশিরঃ ভোট তো অইতো ন। হিতি আরো হাছ বছর থাইকবো।

মহিলাঃ হিতির কতা মতে অইবো আরি? নামাই হালাইতো ন মাইনষে?

শিশিরঃ আন্নে না আমোলিক?

মহিলাঃ আগে কইচ্ছি আমোলিক। অন আর নাই। হিতির উরপে আল্লার গজব হইড়বো।

[হিন্দু ভাইটা মুচকি হাসছে।

কিছু বলার আগেই উত্তর। প্রশ্ন না করলেও ক্যাসেট বাজে। প্রস্তান করিতে গিয়া শেষ কথাটার উত্তরে

" আমিন " বলিলাম্ִ..…]

বিষয়: রাজনীতি

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File