ঈদ অফার! ঈদ অফার! ঈফ অফার! (অনলি ফর লীগ ছানা)
লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২৪ জুলাই, ২০১৩, ১২:১২:১২ দুপুর
জি হ্যা আপনাকেই বলছি। সামনে ঈদ? কেনাকাটা নিয়ে ভাবছেন? জামা/কাপড়, সেমাই/চিনি, তেল/সাবান আরো কত্তো কি?টাকার সমস্যা সমাধানে শিশির আছে আপনাদের পাশে। এক্ষুনি ডিসিশন নিন।রোজাদারেরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।তাদের দোকান/প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আপনার ঈদের শফিংয়ের টাকাটা আদায় করে নিন।
ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় যারা এহেন কর্মটি সাধন করেছেন মুজিবীয় আদর্শ বাস্তবায়ন করায় তাদেঅকে মুজিবীয় শুভেচ্ছা (বিশেষ করে নোয়াখালীর সেনবাগের গাজিরহাটের লীগ ছানাদের)।
শিশিরীয় শর্তঃ এই বিশেষ ঈদ অফারটি শুধুমাত্র এনি কাইন্ডস অফ লীগ ছানাদের জন্য প্রযোয্য।
এই অফার আগামি নির্বাচন পর্যন্ত চলবে,
বাকি জীন্দেগীতে আর হয়ত নাও পেতে পারেন।
শিশিরীয় মন্তব্যঃ নাস্তিকের বাচ্চারা, ফকিন্নির পোলারা। নামাজ রোজা তো নাই,টাকা নাই বুঝলাম ঈদ উপলক্ষে ভিক্ষা করতে পারস না? এভাবে রোজাদারদের দোকান লুট করে ঈদের বাজার করে আঘুনের ফুলকি পেটে ডুকাইতাছো? এই পেট একদিন তোর বিপক্ষে সাক্ষি দিবে।
তাফসির পড়ুন সুরা ইয়াসিন, আয়াত
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন