রাজা কৃষ্ণচন্দ্র ও ফ্রুটিকা

লিখেছেন লিখেছেন আলম০০৭ ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:১০:২১ সন্ধ্যা

রাজা কৃষ্ণচন্দ্রঃ আজ এই কৃষ্ণ নগরে প্রজারা অস্থির, অন্যায় অনাচারে ভরে গেছে কৃষ্ণনগর।প্রজারা আজ অতিষ্ট,কোথাও কোন সুখ নেই আছে শুধু হাহাকার। কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দিবে।উজির,নজির বলো! বলো!! কোথায় আমার গোপাল?

গোপালঃ আজ্ঞে হাজির রাজা মশায়। আমাকে আদেশ করুন।

রাজাঃ আজ রাজ্যের এই দুর্গতি, ইহার কারন উৎঘাটন কর।

গোপালঃ আমি ইহার কারন বাহির করিতে পারিব, তবে আমার ২২ টাকা লাগিবে।

রাজা মশায়ঃ এ কি বলছ গোপাল !! তুমি কি সত্যিই পাগল হয়ে গেলে?? আমি তো তোমাকে এত দিন স্বর্ণ মুদ্রা দিয়ে আসছি, তবে আজি কেন তুমি মামুলি টাকার কথা বলছ??

গোপালঃ জাহাপানা, আমার লাগিবে না স্বর্ণ মুদ্রা, এই ২২ টাকায় আমার মস্ত একটা প্লান রহিয়াছে।

রাজামশায়ঃ কাজের সময় রসিকতা ভাল লাগে না গোপাল।যাহা বলিবে সোজা করিয়া বলো।

গোপালঃ হুজর আমি ইহা দিয়ে ২৫০ মিঃলি একটা ফ্রুটিকা ক্রয় করিব।তারপর আমি ইহা মন্ত্রীর বাড়িতে গোপনে অন্য জুসের সাথে রেখে আসিব। তারপর কেল্লাফতে।

রাজা মশায়ঃ বলো!! বলো!! গোপাল। আর তো তর সইছে না।

গোপালঃমন্ত্রী ইহা গলাধঃকরণ করে নিবে তবে ঘুণাক্ষরে ও বুঝিয়া উঠিতে পারিবে না, ইহা কি সেবন করিল। তারপর মঞ্চে দাঁড়িয়ে অবলীলায় অকপটে সব বলে দিবে। এমন কি এটা ও স্বীকার করে নিবে যে, ঘুষ আমিও খাই তোমরা ও খাও তবে সহনশীল হইয়া খাও।জয় বাংলা জয় ফ্রুটিকা

রাজা মশায়ঃ হাঃ হাঃ হাঃ হাঃ তুমি পারো ও বটে গোপাল।

বিষয়: বিবিধ

৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File