বেঁচে থাকো দুখু মিয়া
লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ২৭ আগস্ট, ২০১৪, ১১:১৯:৩৮ রাত
বল বীর,
বল চির উন্নত মমশির,
শির নেহারি আমারি নত শির
ঐ শিখর হিমাদ্রির ।।
আজ এই মহান কবির মৃত্যুবার্ষিকী । বৃটিশ সাম্রাজ্যবাদীর কাছে কখনো শির নত কর নি, চিরটা কাল শীর উচ্চে রেখেছো তোমার কবিতার মত । অন্য কবিরা যখন পুতুপুতু করে তেল মেরে কবিতা লেখে নাইটহূড, নোবেল পায় তখন তুমি জেলের অন্ধকারে বসে বিপ্লবের গান লিখো ! হে মহা কবি কোন জমিদারপুত্র নয় তুমি হ্যাঁ দুখু মিয়া তুমিই বাংলার সেরাতম কবি । বেঁচে থাকবে চিরকাল বিপ্লবী বাঙ্গালীর বুকে ।
লাল সালাম, বিদ্রোহী নজরুল
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই দিনটি কেমন নিরবেই কেটে গেল!!
মন্তব্য করতে লগইন করুন