<<<রজনী>>>
লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ১১ আগস্ট, ২০১৪, ০১:২৯:৪৬ রাত
ঘুমন্ত শহরে কি কোন নির্ঘুম পরী আছো যে একটু সঙ্গ দেবে এক নির্ঘুম অসহায় মানবের?
নিদ্রাহীন কোন রাজকন্যা কি আছো যে সম্রাজ্ঞী হবে এক সাম্রাজ্যবিহীন সম্রাটের?
অনিদ্রিত কোন অপ্সরী কি আছো হবে মেনকা কোন এক বিশ্বমিত্রের?
জেগে থাকা কোন সুশ্রী কি আছো হবে কম্পাস কোন এক নাবিকের?
এই অসহায় মানব, সাম্রাজ্যবিহীন সম্রাট, বিশ্বামিত্র বা নাবিকের মাঝে যে আমি আমাকেই খুজে পাই!
আছো কেউ এমন পরী, রাজকন্যা, মেনকা বা সুশ্রী বাঈ?
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ নেই আজ আর ...
বয়স কতো? এগাও না বাও?
মন্তব্য করতে লগইন করুন