আমেরিকার ঈদের দিনে ঈদ মুবারক আপনাদের সবাই কে

লিখেছেন লিখেছেন তবুওআশাবা্দী ২৮ জুলাই, ২০১৪, ০১:০৮:৪০ দুপুর

ঈদ মুবারক ব্লগের সবাই কে |

মনে একরাশ অশান্তি নিয়ে আজ ঈদ করতে হবে | আমাদের শহরের মসজিদের চাঁদ দেখে রোজা শুরু আর রোজা শেষ করার নিয়মটা এবার অনুসরণ করা গেলনা নর্থ আমেরিকার বড় একটি ইসলামিক প্যারেন্ট অরগানাইজেশন ইসনার (Islamic Society of North America) সিদ্ধান্তের কারণে | এখানে একটা জিনিস বলি, আমেরিকাতে আরেকটা প্যারেন্ট অরগানাইজেশন হলো ইকনা (Islamic Circle of North America)| এই দুটো অরগানাইজেশনই সাধারণত ধর্মীয় ইম্পর্টান্ট ডিসিশনগুলো যেমন রোজা কবে শুরু হবে অথবা শেষ হবে, ফিতরার হার কত হবে এগুলো ঠিক করে |

আমেরিকা আয়তনে খুব বড় বলে চাঁদ দেখা গেল কিনা আমেরিকার কোনো স্টেটে এটা ঠিক করা একটু জটিল বিষয় | তাছাড়াও ডিফারেন্ট টাইম জোনও এই জটিলতার আরেকটি কারণ | যেমন নিউইয়র্কে যখন সন্ধ্যা নয়টা (এখন ইফতারের সময় ) তখন লস এন্জেলেসে বিকাল ছয়টা | কাজেই চাঁদ দেখতে পাবার সময় লস এন্জেলেসে আরো অনন্ত তিন ঘন্টা পরে হয় | এজন্য ইস্ট কোস্টে কোনো কারণে চাঁদ দেখা না করলে আরো তিন ঘন্টা অপেক্ষা করতে হয় ওয়েস্ট কোস্টের চাঁদ দেখার খবরের জন্য | সেটা ইস্ট কোস্টের প্রায় রাত বারোটা ! তাই অধিকাংশ সময় রাত বারোটার আগে কখনই প্রায় জানা সম্ভব না যে ঈদের চাঁদ আমেরিকায় দেখা গেল কিনা |এর মধ্যে আবার ইকনা আরবি মাস শুরু হবার ব্যাপারে নাসা ক্যালেন্ডার ফলো করে | এ'জন্য ইকনার ঈদ অনেক আগে থেকেই নির্ধারিত | ইসনা চাঁদ দেখে রোজা বা ঈদের সিদ্ধান্ত নেবার পক্ষপাতি |

এ ব্যাপারে "শিকাগো হিলাল" ফাউন্ডেশন আরেকটি ইম্পর্টান্ট অর্গানাইজেশন মুন সাইটিং এর ব্যাপারে | এদের নেটওয়ার্ক এর সাথে যুক্ত আছে বিভিন্ন স্টেট এর শ'খানেক মসজিদ | তাই যে কোনো স্টেট - এ ঈদের চাঁদ দেখা গেলে "শিকাগো হিলাল" তার নেটওয়ার্ক থেকে খবর পাওয়া মাত্রই সেটা তাদের ওয়েব সাইট এ পাবলিশ করে | সাধারণত "শিকাগো হিলাল" ওয়েব সাইট মেনশন করে নর্থ আমেরিকার কোথায় ঈদের চাঁদ দেখা গিয়েছে | এবার শুধু লিখেছে "অথেন্টিক " রিপোর্ট অনুযায়ী ঈদের চাঁদ দখা গিয়েছে| আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন কোনো একটা রিপোর্ট এ "শিকাগো হিলাল" নাকি বলেছে চিলিতে ঈদের চাঁদ দেখা গিয়েছে | আর সেই ডিসিশনটাই মনের খুঁত খুঁতে ভাবটাকে বাড়িয়ে দিয়েছে অনেক | চিলি- সেটাতো নর্থ আমেরিকার সীমানা পেরিয়ে দক্ষিন আমেরিকার এক দেশ ! ক'বছর আগে এই চিলির চাঁদ দেখাইতো ইগনোর করে আমরা ত্রিশ রোজা পূর্ণ করেছি | ইসনাও যে ঠিক কিসের বেসিস এ আজ ঈদের ঘোষণা দিল তাও বুঝলাম না |ইমাম সাহেবকে বলেছি আমি খুবই ডিস্সাটিসফাইড ইসনার সিদ্ধান্তে |

আমাদের মসজিদ সবসময় ইসনার গাইড লাইন ফলো করে |হাদিস অনুযায়ী সেটাই করা উচিত | চাঁদ দেখে রোজা বা ঈদ এর সিদ্ধান্ত নেওয়া উচিত | তাই অনেক বছর আমরা উনত্রিশটা রোজা করেছি আর যারা ইকনার গাইড অনুযায়ী চাঁদ না দেখে নাসা ক্যালেন্ডার অনুসরণ করে তারা করেছে ত্রিশ রোজা | কিন্তু মন খারাপ করিনি এই ভেবে যে আমরাতো হাদিস অনুযায়ী চাঁদ দেখে রোজা শুরু করেছি আর চাঁদ দেখে ঈদ করেছি | কিন্তু এবারের ডিসিশনটাতে মনের সেই শান্তিটা নষ্ট হয়ে গেছে | যাহোক দ্বীনের ব্যাপারে কমিঊনিটির সিদ্ধান্ত মানা ওয়াজেব | নিজের সিদ্ধান্তের উপরে সেটা মানতেই হবে | না হলে ফিতনা সৃষ্টির দায় নিতে হবে | তাই অসুন্তষ্ট হলেও আজ ঈদ করব | আপনাদের সবার ঈদও সুন্দর আনন্দময় হোক সেই দুয়া করি |

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249038
২৮ জুলাই ২০১৪ দুপুর ০২:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আামার মনে যে কোন সিদ্ধান্তই সঠিক।চিলি আর আমেরিকার ওয়েস্টকোষ্ট প্রায় একই দ্রাঘিমায় অবস্থিত। চাঁদ সাধারনত একই দ্রাঘিমায় এক সাথে দেখা যায়।
ঈদ মুবারক।
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৫
193482
তবুওআশাবা্দী লিখেছেন : রিদওয়ান কবির সবুজ:আপনার কথায় যুক্তি আছে | কিন্তু আরো কতগুলো বিষয়ও এখানে বিবেচনা করতে হবে | যেমন চাঁদ দেখার বাপারটা | ইটা রাসুলুল্লাহ সাল্লাহী ওয়াস্সালামের নির্দেশ | এখন নিজ দেশের সীমা পেরিয়ে কত দূর পর্যন্ত এই চাঁদ দেখার বিষয়টা বিবেচনা করা যাবে সেটার বিষয়ে একটা ঐক্যমতত থাকা দরকার | যে টা এখনো একেবারেই নেই | তাছাড়া আপনি নিশ্চয়ই হজরত আব্বাস (রাHappy এর ঘটনাটা জানেন যেটা বুখারী শরীফে সহিহ সনদে উল্লেখ করা হয়েছে | হজরত মাবিয়া (রাHappy তখন খলিফা | উনি যে দিন শাম -এ (বর্তমানের সিরিয়া/ জর্দান এক সাথে) ঈদ করে ছিলেন বলে হজরত আব্বাস (রাHappy ক এ মদিনায় জানানো হলো তখন তিনি বললেন ওটা হজরত মাবিয়ার (রাHappyজন্য ঈদের দিন| মদিনায় যেহেতু চাঁদ না দেখা যাওয়ায় একদিন পর থেকে রোজা শুরু হয়েছিল তাই তারা একদিন পরে ঈদ করবেন |শাম আর মদিনা কিন্তু খুব কাছা কাছি এবং প্রায় একই দ্রাঘিমায়, যদিও সেটা তখন কেউ জানত না |কিন্তু এখানে পয়েন্টটা হলো নিজের কমিউনিটির চাঁদ দেখার বিষয়টা ইম্পর্টান্ট |
249057
২৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:০১
ভিশু লিখেছেন : ঈদ মোবারক!
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৭
193483
তবুওআশাবা্দী লিখেছেন : ভিশু: আপনিও ঈদ মোবারক নিন আমার থেকে|
249075
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৫
হতভাগা লিখেছেন : ঈদ মোবারক আমেরিকা প্রবাসীদের ।

আজ নিশ্চয়ই সরকারী ছুটির দিন আপনাদের আমেরিকাতে ?
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৯
193484
তবুওআশাবা্দী লিখেছেন : যদি থাকত !ঈদ মোবারক নিন আমার |আমারতো মনে হচ্ছে আপনি নন আমিই হতভাগা |
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
193511
হতভাগা লিখেছেন : কি বলেন ! আমেরিকার মত পৃথিবীর সেরা সভ্য ও অসাম্প্রদায়িক দেশে তো ইসলাম ধর্মের এই বিশেষ দিনে ছুটি হওয়াই ছিল স্বাভাবিক ব্যাপার । এদের ওখানে কি বড়দিনেরও ছুটি হয় না ?
249103
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৮
আফরা লিখেছেন : তাক্বাব্বালাল্লাহু মিন্না অমিন্‌কুম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File