টুডে ব্লগের একি হালত !
লিখেছেন লিখেছেন আলোর দিশা ১১ মার্চ, ২০২৩, ১১:২৬:০৮ সকাল
আপনাদের ব্লগ (টুডে ব্লগ) এ লেখালেখি নেই,লোকজন নেই ! ঘটনা কী ? আমার আইডিটি অনেকদিন আগের। আইডি লগইন হয়, কিন্তু সব অপশন আসে না এবং আমার সব পোস্টও দেখতে পারছি না।
আপনাদের ব্লগে কী কোনো অচলাবস্থা চলছে ? অন্ততঃ একটা পোস্ট দিয়ে জানাতে পারেন। একসময় অনেক একটিভ ছিলাম ব্লগে। পুনরায় আবার ব্লগে ফিরে আসার কথা চিন্তা করছি।
বিষয়: বিবিধ
৭০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশ থেকে newsbybd.net এই সাইট থেকে লগইন করেছি হয়তো কয়েক দিনের মধ্যে এইটাও ব্লক করে দিবে।
মন্তব্য করতে লগইন করুন