"মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে" খ্রিস্টানরা গণহত্যা চালিয়ে মুসলিমদেরকে নির্মুল করার প্রকল্প বাস্তবায়িত করছে ঃ 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' (বিবিসি)
লিখেছেন লিখেছেন আলোর দিশা ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৩:০০ রাত
মানবাধিকার সংস্থা 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এক রিপোর্টে জানিয়েছে, Central African Republic(CAR) বা "মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে" মুসলিমদেরকে চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা চালানো হচ্ছে। এ পর্যন্ত সেখানে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে। অ্যামনেস্টির রিপোর্টের লিংক.... http://bit.ly/1m5ZbDm
সেখানে লক্ষ লক্ষ মুসলিমদের বাড়ি-ঘর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে খ্রিস্টানরা।
ঘটনার সূত্রপাত হয়, গত বছরের মার্চে "Mr Djotodia" এক নামধারী মুসলিম মিলিশিয়া ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের পর তার বাহিনীর সাথে খ্রিস্টান মিলিশিয়াদের সংঘর্ষ চলতে থাকে। অবশেষে সে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে চলে যায়। অতঃপর ফ্রান্সের নেতৃত্বে কুফফার সৈন্যরা মুসলিম মিলিশিয়াদের নিরস্ত্র করে । আর এরই সুযোগ নিয়ে খ্রিস্টানরা মুসলিমদেরকে পাইকারীভাবে গণহত্যা চালাচ্ছে।
লিংক.... http://bbc.in/1ehFLVS
"মুজাহিদরা তাদের জীবন বিলিয়ে দিয়ে সাধারণ মানুষকে রক্ষার চেষ্টা করে আর নামধারী মুসলিম লক্ষ লক্ষ মুসলিমদেরকে গণহত্যার মুখে নিক্ষেপ করে নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় ! "
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন