পরকীয়া নাটক সিনেমার ফসলঃ ধর্ষণের দেশ ভারতে ১ম দফা ধর্ষণ শেষ করে ২য় দফা ধর্ষণ, অতঃপর ধর্ষণের শিকার নারীকে খুন

লিখেছেন লিখেছেন আলোর দিশা ০৩ জানুয়ারি, ২০১৪, ০২:৪৬:১৫ দুপুর

কলকাতার অদূরে মধ্যমগ্রামে গত অক্টোবরে দু দুবার গণধর্ষণের শিকার হওয়ার পরও ১৬ বছরের কিশোরীর নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি পুলিশ। কিশোরীটি দ্বিতীয়বার গণধর্ষণের শিকার হবার পর অভিযোগ নিতেও গড়িমসি করেছিল পুলিশ। আর তাই অপরাধীরা ক্রমাগত হুমকি দেবার মত সাহস দেখিয়েছে। পুলিশের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। নিগৃহীতার পরিবার ধর্ষণের পর মধ্যমগ্রাম থেকে দমদমে চলে এসেও মেয়েকে বাঁচাতে পারেন নি। অভিযোগ, আদালতে যাতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য অপরাধীরাই গত ২৩ ডিসেম্বর নিগৃহীতা কিশোরীর বাড়িতে ঢুকে তার দেহে আগুন ধরিয়ে দিয়েছিল। নির্যাতিতা কিশোরীটি তার মৃত্যুকালীন জবানবন্দীতে এই কথা জানিয়েছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। আর এই ঘটনা জানার পর আদালতের নির্দেশে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে বাধ্য হয়েছে। অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতার পরিবার। নিহত কিশোরীর বাবা ও মা জানিয়েছেন, শুধু নিজের মেয়ের জন্য নয়, অন্য সব মেয়েদের জন্য তারা দীর্ঘ লড়াইয়ে নেমেছেন। কিশোরির পিতা জানিয়েছেন, তিনি বিহারের বাসিন্দা হলেও সেখানে ফিরে যাবেন না। বরং কলকাতায় থেকেই লড়াই চালানোর প্রত্যয় ঘোষণা করেছেন। নিহত কিশোরীর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্যের অন্যান্য স্থানে ধর্ষণের শিকার হওয়া মেয়েদের পরিবারও। তবে নিহত কিশোরীর লাশ নিয়ে যেভাবে পুলিশ প্রশাসন ও রাজসৈতিক দলের মধ্যে টানা হেঁচড়া হয়েছে তাতে নিন্দা জানিয়েছেন বহু বিশিষ্টজন। দু’দুবার গণধর্ষণের পর যেভাবে কিশোরীকে মরতে হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলও হয়েছে।

সূত্রঃ মানবজমিন Click this link

বিষয়: বিবিধ

১৮১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158622
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
চোথাবাজ লিখেছেন : আপনাকে কইছে
158878
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
হতভাগা লিখেছেন : ধর্ষন ভারতে একটা ফ্যাশন । এটা ধর্ষক ও ধর্ষিতা উভয়েই উপভোগ করে ।

ভারতের অধুনা বিখ্যাত এক অভিনেত্রী তো বলেছেনই

'' Rape is not a crime , it's a surprise sex''

আজ পর্যন্ত তার কোন কলিগকেই এ কথার কাউন্টার দিতে দেখা যায় নাই ।

ধর্ষিতা নারীর পক্ষে সোচ্চার কোন নারীবাদীকেই এই কথার প্রতিবাদ করতে দেখা যায় নাই যতটা না তারা এই ''Surprise sex''-কে অপরাধ বলে প্রচার করে লাভালাভের আরেক ভাগীদেরকে দোষী বানিয়ে ফায়দা লুটতে চাইছে ।

যে পুরুষ/পুরুষরা মেয়েটাকে এই ''Surprise sex'' উপহার দিল , যাতে বোঝাই যায় (অভিনেত্রীর মতে)মেয়েটি ভিতরে ভিতরে এতে পুলকিত ।

আর যেসব স্বদেশী মেয়েরা এই নিয়ে এত চিল্লাফাল্লা বাঁধিয়ে রাখছে তারা কি আদৈ মেয়েটার জন্য Empathized হয়ে এসব করছে না কি তাদেরকেও কেন ''Surprise sex'' - দেওয়া হল না তাই নিয়ে চিতকার চেঁচামেচি করছে - বর্তমান জটিলতর বিশ্বে এটাও উড়িয়ে দেওয়া যাবে না ।

যাদের স্টাররাই এসবকে ''Surprise sex'' বলছে তাদের না থামিয়ে এন্টারটেইমেন্টের আরেক অংশীদারকে দোষী বানিয়ে বাটে ফেলে ঝামেলা পাকানো - এটা এদের পুরনো অভ্যাস ।

এসব কিছু আমলে না এনে বিচার করলে তা সবসময়ই এক পাক্ষিক হবে এবং ফলে সমাধান আসবে না । ঝামেলা বাড়তেই থাকবে । বাস , ট্রেন, ট্যাক্সির পর এখন আবার খেলার মাঠেও হতে পারে বা নতুনত্বের স্বাদে নতুন কোন খানে ।

সবখানেই হতে পারে যতক্ষণ দুইহাতেই তালি বাজবে ।

তালি বাজাতে গেলে এক হাতে হয় না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File