হাকিমুল্লাহ মেহসুদের শাহাদাত(ইনশাআল্লাহ) এবং কিছু কথা.....

লিখেছেন লিখেছেন আলোর দিশা ০২ নভেম্বর, ২০১৩, ১১:৫৮:০৯ রাত

বিবিসির নেয়া সাক্ষাৎকারে হাকিমুল্লাহ মেহসুদকে (আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুন) মার্কিন ড্রোন হামলার ব্যাপারে চিন্তিত কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন.........""Don't be afraid, we all have to die one day," he calmly told our correspondent." অর্থাৎ ভয় পাবেন না,আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তিনি শান্তভাবে আমাদের প্রতিনিধিকে এ কথা জানালেন(বিবিসি)

কাফির ও মুনাফিকদের আবারো জেনে রাখা দরকার, মৃত্যুর মাধ্যমে তাদের শাস্তি শুরু, আর মুমিনদের নেয়ামত প্রাপ্তি শুরু। তাই তারা মৃত্যুকে এতো ভয় পায় আর মুমিনরা শাহাদাতের মৃত্যুকে হৃদয় থেকে তা কামনা করে।

বায়তুল্লাহ মেহসুদ শহীদ(ইনশাআল্লাহ) হওয়ার পর কুফফার ও মুনাফিকরা ভেবেছিলো, মুজাহিদরা দূর্বল হয়ে যাবে এবং ক্রমান্বয়ে শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়া সাক্ষী মুসলিম উম্মাহর আরেক শার্দুল হাকিমুল্লাহ মেহসুদ দায়িত্ব নিয়ে কুফফারদের অন্তরাত্মা কাপিয়ে দিয়েছেন।এখন হাকিমুল্লাহ মেহসুদ শহীদ(ইনশাআল্লাহ) হওয়ার পরও হয়তো কুফফার ও মুনাফিকরা ভাবছে মুজাহিদরা দূর্বল হয়ে যাবে ! কিন্তু আল্লাহর কসম ! কুফফার ও মুনাফিকদের এই আশা এবং বিজয়োল্লাস অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File