(খ্রিস্টানদের) স্বর্গের(!) দ্বার সমকামী এবং নাস্তিকদের জন্যও খোলা: পোপ ।

লিখেছেন লিখেছেন আলোর দিশা ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২২:২৭ রাত

প্রগতিশীল মন্তব্যের জন্য সুপরিচিত পোপ ফ্রান্সিস বলেছেন, বিবেকবান হলে অবিশ্বাসীদেরও ক্ষমা করে দেবেন ঈশ্বর।

‘লা রিপাবলিকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ইউজেনিও স্কালফারিকে লেখা এক খোলা চিঠিতে পোপ এ মন্তব্য করেন। ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা খবরটি দিয়েছে।

‘লা রিপাবলিকা’য় স্কালফারির কয়েকটি প্রশ্নের জবাবে পোপ ওই চিঠি দেন।স্কালফারি নিজে অবশ্য রোমান ক্যাথলিক নন।

পোপ লেখেন: “আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, খ্রিস্টান ধর্মে যারা ঈশ্বরকে কিংবা এ ধর্মে বিশ্বাস করে না তারা ঈশ্বরের ক্ষমা পাবে কি না। আমি বলব, মূল ব্যাপারটা হচ্ছে, ঈশ্বর অসীম দয়ালু। খাঁটি এবং বিবেকবোধসম্পন্ন হৃদয়ের মানুষ হয়ে তার কাছে উপস্থিত হলে তার দয়ার অভাব হবে না”।

ফলে যারা ঈশ্বরে বিশ্বাসী নন তাদের বিবেকবোধ দিয়ে কাজ করাটাই শ্রেয় বলে মন্তব্য করেন পোপ।

তিনি বলেন, “ঈশ্বরে অবিশ্বাসী কেউ পাপ করে থাকলেও তা করে বিবেকবোধ না থাকার কারণেই”।

পোপের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্কালফারি।তিনি বলেন, এ বক্তব্যের মধ্য দিয়ে পোপ সবার সঙ্গে সংলাপের পথে বাধা দূর করতে তার আগ্রহ ও সামর্থ্য আরেকবার প্রমাণ করলেন।

পোপ ফ্রান্সিস এর আগে জুলাইয়ে সমকামীদের একটি প্রসঙ্গ নিয়ে কথা বলেও প্রগতিশীলতার পরিচয় দেন। সে সময় তিনি বলেছিলেন, “কেউ সমকামী হয়েও যদি ঈশ্বরে বিশ্বাসী হয় তাহালে তার বিচার করার আমি কে?”

উৎসঃ বিডিনিউজ২৪

http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/46425

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File