টিভির লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন লিটন, দর্শকদের ক্ষোভ
লিখেছেন লিখেছেন আলোর দিশা ১২ জুন, ২০১৩, ১০:৩৬:৪০ রাত
রাজশাহী: জামায়াত-শিবিরের পরিকল্পিত নাটক আখ্যা দিয়ে এসএ টিভির লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এতে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা।
সোমবার সন্ধ্যার পর রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ নামে এসএ টিভির লাইভ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানের শেষভাগে দর্শকসারি থেকে প্রশ্ন আহ্বান করা হয়। এ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে নাগরিক কমিটি সমর্থিত মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে এক ছাত্র প্রশ্ন করেন, ‘আপনারা মেয়র নির্বাচিত হলে আপনাদের কিছু পাতি নেতার কারণে আপনাদের আশেপাশে যাওয়া তো দূরের কথা নগরভবনে ঢুকতেও পারা যায় না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কেন?’
অনুষ্ঠানের সঞ্চালক আশিকুর রহমান শ্রাবণ ক্ষমতাসীন দলেরর নেতা ও সদ্য সাবেক মেয়র হিসেবে খায়রুজ্জামান লিটনকে এই প্রশ্নের উত্তর দেয়ার অনুরোধ জানান।
এ সময় জবাব দিতে গিয়ে এক পর্যায়ে লিটন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরই সন্ত্রাস শুরু করে। যারা রগ কাটা রাজনীতি করে যুদ্ধাপরাধীদের যারা বাঁচাতে চাই তারাই মূলত সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করেছে।’
এ সময় উপস্থিত দর্শকসারি থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে লিটনের বক্তব্যের প্রতিবাদ জানান। তারা লিটনকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
লিটন তখন ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এটা সাজানো নাটক। এখানে যুদ্ধাপরাধীদের সমর্থক রয়েছে। যেখানে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধী রয়েছে সেখানে আমি থাকব না। যুদ্ধাপরাধীদের সাথে কোনো আপোস নেই।’
লিটন এসএ টিভির অনুষ্ঠানকে পরিকল্পিত নাটক আখ্যা দিয়ে লাইভ সম্প্রচারের মঞ্চ থেকে নেমে যান। এ সময় সেখানে ব্যাপক হট্টগোল হয়।
উপস্থাপক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বলে জানান দর্শকরা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে করতে লিটন নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠাস্থল ত্যাগ করেন। একপর্যায়ে সঞ্চালক তড়িঘড়ি লাইভ অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন।
এদিকে, এসএ টিভির অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময় লিটনের একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেছেন, এসএ টিভির স্থানীয় সমন্বয়কারীর সঙ্গে যোগসাজশ করে জামায়াত-শিবিরকে পরিকল্পিতভাবে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল। তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে লিটনের ওপর হামলা করতে চেয়েছিল।
তারা জানান, এসএ টিভির ওই সমন্বয়কারী বিগত দিনে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে গুপ্তচর হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক ফোরাম সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী সচেতন নাগরিক সমাজ সমর্থিত হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
দর্শকরা লিটনের এমন আচরণে হতবাক হয়ে যান। তারা বলেন, দর্শকরা সম্ভাব্য জনপ্রতিনিধিকে প্রশ্ন করতেই পারেন। কিন্তু এনিয়ে ক্ষিপ্ত হয়ে উঠবেন তা হতে পারে না।Click this link
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন