শুধু ঢামেকেই গুলিতে নিহত ৮ জন হেফাজতকর্মীর মরদেহ

লিখেছেন লিখেছেন আলোর দিশা ০৬ মে, ২০১৩, ০৭:৩৬:৫৭ সকাল

রাস্তায় পড়ে আছে শত শত হেফাজত কর্মীর নিথর দেহ Click this link

ঢাকা: মতিঝিলে পুলিশ, র‌্যাব ও বিজিবি অভিযানে নিহত ৮ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে রাতের অভিযানে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।

সংঘর্ষের ঘটনার রবিবার রাত থেকে এই হাসপাতালে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত গুলিবিদ্ধসহ আহত কমপক্ষে ১৫৪ জন এসেছেন। এখনো আহতরা এসেই চলেছেন। আহতদের আগমনে হাসপাতালে জায়গার সংকট দেখা দিয়েছে। আহতরা হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের কারও শরীরে গুলি লেগেছে। কারও রাবার বুলেটে হাত-পা ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। আহতদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (আরএস) ডা. হরিদাস শাহা প্রতাপ আরটিএনএন- কে বলেছেন, ‘এখন পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এছাড়া ১৫৪ জন আহত এসেছেন, তাদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের ১০২ ও ১০৩ নং ওয়ার্ডে রাখা হয়েছে।’

উল্লেখ্য, লাগাতার অবস্থানের ঘোষণার পর রবিবার রাত সোয়া ২টার দিকে র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময় তারা নির্বিচারে গুলি চালালে অসংখ্য মানুষ হতাহত হয়।

এর আগে রবিবার দিনভর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সংঘর্ষে তিন হেফাজতকর্মীসহ ৪ জন নিহত হয়। তবে হেফাজত এই সংখ্যা ১৬ জন বলে দাবি করে।

ঢামেক থেকে শামছুজ্জামান নাঈম

আরটিএনএন

http://www.rtnn.net//newsdetail/detail/1/1/63432#.UYcImspndc8

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File