গান: মানুষ একা পৃথিবীতে আসে।

লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ২৮ মে, ২০১৩, ১০:৫১:০৯ রাত

মানুষ একা পৃথিবীতে আসে

আবার একা যায় চলে

এ আসা যাওয়ার মাঝে

পৃথিবীর মায়াজালে

কাটিয়ে দেয় জীবনের বেলা।

এ জীবনের মাঝে কত জন

আপান হয়ে আসে তার কাছে।

কেউ আবার আপন থেকে

পর হয়ে যায় দূরে চলে।

এ আপন পরের মাঝে

আলো আধাঁরির খেলা চলে

কেউ খুঁজে পায় জীবনের ছন্দ

কারো আবার ঘটে ছন্দ পতন

জীবনের মাঝপথে।

বিষয়: সাহিত্য

১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File