সহিংসতা বন্ধের জন্য হাসিনার পদত্যাগ করা উচিৎ কিনা???
লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:১৩:৪৭ সকাল
"এ মুহুর্তে হাসিনার পদত্যাগ করা উচিৎ, তিনি পদত্যাগ করলেই দেশে শান্তি আসবে"- এ দাবি যে দেশের প্রায় নব্বই শতাংশ জনগনের দাবি তা "বিবিসি বাংলাদেশ সংলাপ" একুশে টিভির "জনতার কথা" প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টমিডিয়া ও বিভিন্ন অনলাইন জড়িপ গুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। তাছাড়া বিরোধীদলও বরাবরই বলে আসছে যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশে কোন হরতাল বা অবরোধ দেয়া হবে না কিন্তু শেখ হাসিনা কেন তা শুনছেন না??
তার পদত্যাগেই যদি দেশের ১৬ কোটি মানুষের মাঝে শান্তি আসে তাহলে তিনি কেন তা করছেন না??
তিনিতো নিজেই বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না শান্তি চাই!!
এটাকি তার শুধুই মুখের কথা ছিল?? শেখ হাসিনা যদি সত্যিই দেশকে ভালবেসে থাকেন, দেশের জনগনকে ভালবেসে থাকেন, জননেত্রী হয়ে থাকেন তাহলে তিনি অতি দ্রুত পদত্যাগ করে প্রমাণ করে দিতে পারেন। জনগনতো তাকে শুধু পদত্যাগই করতে বলেছেন; আত্মহত্যা বা দেশ ছেড়েতো আর চলে যেতে বলেনি!!! তাহলে পদত্যাগ করতে কেন এত দ্বিধা???
তিনি যদি আসলেই নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, স্বাধীনতাকামী, গনতন্ত্রের মানসকণ্যা ও দেশপ্রেকিক দাবি করে থাকেন তাহলে তার এখনেই পদত্যাগ করে দেশে সবদলের অংশগ্রহনের মাধ্যমে একটি অবাদ-সুষ্ট ও নিরপেক্ষ, গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে দেয়া উচিৎ বলে আমি মনে করি।।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন