জানার জন্য পড়তে হবে......

লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ২২ জুলাই, ২০১৩, ১২:১৬:২৮ দুপুর

আমরা বাংলাদেশের তরুন সমাজ। বর্তমানে এদেশের সকল রাজনৈতিক দল সমুহ এই তরুণদের উপর নির্ভরশীল হচ্ছে। সকলেই বলছে বর্তমানে দেশ পরিচালনা দায়িত্ব কার হাতে যাবে তা এই তরুণরাই ঠিক করছে।

আমাদের এই দেশ স্বাধীন হয়েছে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। যা আমরা তরুণরা দেখিনি। শুধু শুনেছি আমাদের মুরুব্বিদের নিকট হতে। কিছু কিছু জানতে পেরেছি বিভিন্ন লেখকের লেখা বই থেকে।

আজ সেই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে শুরু হয়েছে রাজনীতি। একটি দল মুক্তিযুদ্ধের ধারক-বাহক দাবি করে স্বাধীনতার ৪১ বছর পর দেশের তরুণ সমাজকে দুভাগে বিভক্ত করছে।

তাই আমাদের তরুণদের উচিৎ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা। জানতে হবে স্বাধীনতার জন্য কাদের অবদান সবচেয়ে বেশি।

স্বধীনতার ইতিহাস জানার আগ্রহ আমার অনেক দিনের। তাই নেট থেকে এ বিষয়ে যে বই পাচ্ছি তাই লোড করে পড়ার চেষ্টা করছি।

এ পর্যন্ত যে গুলো সংগ্রহ করতে পেরেছি।

১। মুক্তিযুদ্ধ ৭১

২। ডেড রেকনিং (বাংলা ভার্সন)

৩। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা

৪। বাংলাদেশে যুদ্ধাপরাধ বহুমাত্রিক বিশ্লেষন

৫। আমি মেজর ডলিম বলছি

৬। কালো পঁচিশের আগে ও পরে

৭। মূলধারা ৭১

৮। বাংলাদেশ রক্তে ঋণ

৯। মুক্তিযুদ্ধের ইতিহাস

১০। পলাশি থেকে বাংলাদেশ

১১। ফেলে আসা দিনগুলি

১২। একাত্তরের আত্মঘাতের ইতিহাস

১২। একাত্তরের স্মৃতি

১৩। দুই পলাশীর দুই মীরজাফর

এছাড়াও যদি আপনার কোন বই এর নাম এবং ডাউনলোড লিংক জানা থাকে তাহলে আমাকে জনাবেন দয়া করে।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File