গাছ কাটার অভিযোগে শিরোণাম হলেও গাছ লাগানোর মত মহৎ কাজ শিরোণাম হয়না কেন????

লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ২৭ জুন, ২০১৩, ০১:৩৮:২৯ দুপুর

গত ২৪ জুন সোমবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সাংসদ নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ জানান, সাম্রতিক সময়ে ১৮ দলীয় জোটের তান্ডবের মধ্যে দেশের ১৬ জেলার ৪১ উপজেলায় ১০ হজার ৪২ টি গাছ কেটে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত দিনে ১৮ দলের হরতাল ও জামায়াত-শিবিরের তান্ডবের মধ্যে রাস্তার ধারের অসংখ্য গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে।



“বিশেষ করে গত জানুয়ারি থকে মে মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচারের কয়েকটি রায় প্রকাশিত হওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহে বন অধদিপ্তররে নয়িন্ত্রণাধীন ১০ হাজার ৪২টি গাছ কটে ফেলো হয়ছে। ”

তিনি সংসদকে জানান, অবধৈভাবে গাছ কাটা ও ক্ষতগ্রিস্ত করার এসব ঘটনায় সারাদেশে ৫৬টি মামলা হয়ছে। ইতোমধ্যে ৮৩ জনকে গ্রেফতারও করা হয়ছে।

সূত্রঃ Click this link

এছাড়াও এর আগে প্রথম আলো পত্রিকায় “জামায়াত-শিবিরের রোষানলে প্রাণ দিল ২০০০০ গাছ” কিছুটা এমন শিরোণামে একটি সংবাদ প্রকাশ করেছিল। যদিও সেদিন পুলিশে গুলিতে ১৫০/১৭০ জন মানুষ নিহত হওয়ার খবর তাদের শিরোণামে সেইভাবে স্থান পায়নি।

এখন আমার কথা হচ্ছে ইসলামী ছাত্রশিবির যারা, পুলিশের গুলিতে অনেক নিরিহ সাধারণ মানুষসহ দলীয় কমীদের হত্যার প্রতিবাদ ও তাদের দলীয় শীর্ষ নেতাদের নির্যাতনের বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করে হরতাল সফল করতে রাস্তায় গাছ কেটে ফেলেছিল (যা সকল দলের কর্মীরা করে থাকে)। তার জন্য মন্ত্রীর তথ্যমতে ৫৬ টি মামলা করে ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আর এসব সংবাদ বিডিনিউজ২৪.কম ও প্রথম আলো সহ অনেক মিডিয়া ফলাও করে প্রচার করে ।



অথচ আজ যখন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের এই চরম দুর্দিনেও সারা বাংলাদেশে সকল উপজেলায় লক্ষ লক্ষ (প্রায় ১০ লক্ষ) বৃক্ষ রোপন করছে তখন এই সংবাদ কোন পত্রিকায় শিরোণাম হলো না কেন???



গাছ কাটার জন্য যদি মামলা হয়, জেল হয় তাহলে গাছ লাগানোর জন্য কেন পুরষ্কৃত করা হয় না?? বন ও পরিবেশ অধিদপ্তর থেকে সংগঠনটিকে কেন ধন্যবাদ পর্যন্ত জানানো হয় না????



বাংলাদেশেতো দেশপ্রেমিক হিসেবে দাবি করার মতো তো অনেক ছাত্রসংগঠন আছে, ইসলামী ছাত্রশিবির ছাড়াতো অন্য কোন সংগঠনকে এভাবে গাছ লাগতে দেখলাম না???



ছাত্রশিবির আমার জানা মতে ২০০৬/২০০৭ সাল থেকে প্রতিবছর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ করে আসছে।

গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সারাবিশ্বে বিভিন্ন কারনে আজ বৃক্ষের পরিমান প্রয়োজনের তুলনায় অনেক কমে গেছে। বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির কারনে বনজঙ্গলের উপর ব্যপক প্রভাব পড়ছে। বাংলাদেশেও আজ সুন্দরবন ও গাজিপুরের শালবন, মধুপুরের ভাওয়ালসহ প্রায় সব গুলো বনই গাছ খেকোদের কারনে উজার হতে বসেছে।

তাই আসুন “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ”- শ্লোগানকে বাস্তবায়ন করতে সকলেই বেশি করে গাছ লাগাই এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহযোগিতা করি।

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File