কেথায় হারিয়ে যাচ্ছে আজ বাবুই পাখি আর সেই সুন্দর কুড়ে ঘর!!!

লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ১২ এপ্রিল, ২০১৩, ১১:২৪:০২ সকাল



ছোট বেলায় স্বাধীনতার সুখ কবিতায় পড়েছিলাম-

বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই,

কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই।

আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,

তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।

বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই,

কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়।

পাকা হোক তবু ভাই পরেরও বাসা,

নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা।

কালের বিবর্তনে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আজ বাবুই পাখি ও তার সেই গর্বের কুড়ে ঘর।

ছোট্ট এই পাখিটি অনেক কষ্টে খর-কুটো দিয়ে কত কষ্ট করে তালগাছ, সুপারি গাছসহ বিভিন্ন গাছে খুব সুন্দর করে তাদের বাসা বাধত। এছাড়াও মানুষের খড়ের ঘরেও বাসা বাধত।

ছোট বেলায় তাদের এই ঘর দিয়ে গ্রামে কত খেলাধুলা করেছি তার ইয়াত্তা নেই।

আমি যখন দ্বিতীয় কি তৃতীয় শ্রেনীতে পড়ি (ঠিক মনে নেই) তখন আমাদের একটি খড়ের ঘরের ছাউনিতে বাবুই পাখি বাসা বেধেছিল। একদিন সেখান থেকে একটি বাবুই পাখি ধরেছিলাম। সাথে সাথে আমার পিতা আমাকে ধমক দিয়ে পাখিটি যথা স্থানে রাখতে বললে আমি তা রেখে আসি। সেদিন আমার খুব মন খারাপ হয়েছিল। সেদিন থেকে আমি আর কোনদিন কোন পাখি ধরিনি বা কাউকে ধরতেও দেইনি। কিন্তু আজ সেই বাবুই পাখি ও তার শৈল্পিক সেই ঘর আর চোখে পড়ে না।

কোথায় হারিয়ে যাচ্ছে এসব পাখি? আর কেনইবা হারাচ্ছে?

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File