জালের অন্তরালে জীবন
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৯:৪২ বিকাল
ব্যর্থতার বেড়াজাল
কখনো অয়ময়
কখনো গহীন গাঢ় গ্লানিময়
আট প্রহর আপাদমস্তক আভরণে রাখে
অন্তসারশূণ্য অবধি। তারপরও—
রক্তপাতহীন ঘাতে-আঘাতে-ব্যাঘাতে
সকাল দুপুর সন্ধা
রাত-বিরেত কিংবা প্রভাতে
ভংগুর অস্থিতে চামড়া জড়িয়ে
কংকালসার আলখেল্লায়
আগত কাল যায়
কালো কালো জজ্ঞাল জড়িয়ে
মহাকালের মাঝে;
আগত অন্ধকার আচানক অবনীকে ঘিরে
ধীরে ধীরে আলোকের ভাতি
রাতা-রাতি
অপভ্রংশ আস্তাকুঁড়ে ছুড়ে
নিদাঘ বিস্বাদ বিষাদে
নিখাঁদে
কাঁদে
অন্তর কাঁদে।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন