শরীর ব্যবসায়ী ।

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ৩১ আগস্ট, ২০১৪, ০২:১৩:৪৩ দুপুর



মিনিট ঘন্টা দিন বা রাতের চুক্তিতে

ক্রেতাদের জৈবিক চাহিদায় মেটাতে

অর্থ আর শরীরী শক্তিতে

শ্রদ্ধা ভক্তিতে কিম্বা অভক্তিতে

ব্যবসা করে

জীবনের সকাল দুপুর বিকালে

সকালের ভীড় সামলে

দুপুরে পড়ে হামলে

বিকেলে কাদা মাটি জলে

ঘরে ফেরে সন্ধার অতলে।

ওদের কেউরা ব্যবসা করে জৈবিক প্রয়োজনে

তার সংখ্যা হয়তবা নিতান্তই নগণ্য। আর বাকীরা করে-

জঠরের প্রয়োজনে, কিম্বা দ্রূত উন্নতির প্রয়োজনে,

কিম্বা জীবনের প্রয়োজনে।

ওদের এ ব্যবসার আপিস

গাছতলা থেকে উঁচু তলা ।

কেউরা ব্যবসায়ী তিন বেলা

কেউবা এক বেলা

কেউবা বসন্তের ভেলায় ভাসায় ভেলা।

আার সব ব্যবসার মত এখানেও আছে

জোয়ার – ভাঁটা, আছে

মৌসুমী মাস্তান প্রশাসনের উৎপাত উৎকোচ।

বিষয়: সাহিত্য

১২৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260028
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০২:২১
কাহাফ লিখেছেন : সন্ত্রাসীরাও তো অনেক ঝুকিতে থাকে, ওদের কেও সন্ত্রাস ব্যবসায়ী নাম দিতে হবে.........
260037
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৫
হতভাগা লিখেছেন : এটা পৃথিবীর আদিমতম ব্যবসা । এখানে যদি নাম করতে পারে তাহলে পার পারসন রেটও ভাল পড়ে । ৫০,০০০/= জন প্রতি ( রেফারেন্স : রিচি-চন্দন এর নাটক) । যদি প্রতি রাতে ৫ জনকে নিতে পারে তাহলে ৩-৩.৫ লাখ প্রতি দিনে !

সাথে সমাজের উঁচু লেভেলের সাথেও ভাল খাতির থাকে ।
260085
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
260534
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
সুজা মানুস লিখেছেন : অনেকে করে টাকা আর আনন্দের জন্য।এটা করে অনেকে সংসার বাচাচ্ছে।তাই ওদের বৈধ কর দেয়া হক।এর ফলে সরকার ট্যাক্স দাবী করতে পারবে।এ ব্যাবসা কোনভাবে বন্ধ হব না তাই ট্যাক্সের বিনিময়ে বৈধ করে নেয়াই ভাল।
261153
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
সত্যের জন্য মরতে পারি লিখেছেন : আমার কইবার কিছু নাই রে ভাই, তাই শুধু পড়লাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File