ঘুমাও তবে, ঘুমাও মুসলমান।

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৪৩:১৬ দুপুর

ঘুমাও মুসলমান,ঘুমাও।

কুরআন, হাদিছ ফেলে

প্রগতিশীলতার পুঁথি গলে তুলে

নারী আর মদের প্রাগৈতিহাসিকতার সাম্পানে ঘুমাও।

দেখ কাশ্মির জ্বলে, জ্বলে রিয়াংগুন;

দেখ নদী নালা খাল বিল পথ প্রান্তরে মরে পড়ে আছে

নিত্যকার তাজা ক্ষুন।

দেখ টাটকা জীবন পোড়ায় পুরোনো সে আগুন,

সে সেন্ট্রাল রিপাবলিকের কাঁচা বাশে ঘুন।

আর তুমি -ভাই,ভগ্নি,ভ্রাতা,পিতা,মাতা !

নাকে তেল দিয়ে ঘুমাও ?

ঘুমাও তবে ঘুমাও মুসলমান।

তুমি স্বাধীন! কিসে ?

তুমি অধীন ! কিসে ?

তোমার এ পরিতৃপ্ততার বিষে

জ্বলে আগুন,জ্বলে দ্বিগুন,জ্বলে ত্রিগুন।

তুমি জেগে থাক ঘুমিয়ে শতগুন ?

তবে ঘুমাও মুসলমান,ঘুমাও।

দুধ ডিম বেঁচে মাল মসলা মরিচ কিনে

কোমল পরশে মদের সোহাগে কাঁচা পাকা মংশ খেতে চাও,খাও;

খেয়ে- সরিষা ঢেলে নাকে,ঘুমাও।

তবে সাবধান-বেশি গুনগান

না যেন কাড়ে সে তোমারি প্রান;

হে মুসলমান।

বিষয়: রাজনীতি

১২৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214296
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
েনেসাঁ লিখেছেন : মাশাল্লাহ্! জাজাকাল্লাহ্! যুগোপযোগী কবিতা।
214377
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
সুমাইয়া হাবীবা লিখেছেন : বিষয়টার সাথে শব্দগাঁথুনীর সামঞ্জস্যতা আছে। যেটা অনেকেরই থাকেনা। তাই মুবারাকবাদ। আর একটা শব্দ একটু ঠিক করে দিন। রিয়াংগুন না এটা হবে ইয়াংগুন। যদি আপনি মিয়ানমার কে বুঝিয়ে থাকেন।
311901
৩০ মার্চ ২০১৫ রাত ০৯:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অসাধারণ কবিতা। আর কথাগুলো খুবই বাস্তব সত্যিই আমরা ঘুমন্ত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File