একুশের অভিধানগত মর্মার্থ
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ১৪ নভেম্বর, ২০১৩, ০৪:৩৪:২৬ বিকাল
একৃশ মানে তিনটি বর্ণ ।
একুশ মানে তিনটি বর্ণের মিলনে গঠিত একটি শব্দ।
একুশ মানে গাণিতিক একটি সংখ্যা ।
একুশ মানে দুটি মৌলিক সংখ্যার মিলনে গঠিত একটি যৌগিক সংখ্যা।
শুধু কি তাই-
না এসব আক্ষরিকে, কিন্তু বাস্তবে আভিধানিকে দিব্যদৃষ্টিতে ইতিহাসে -
একুশ মানে একটি সংগ্রাম।
একুশ মানে একটি ভাষার স্বাধীনতা।
একুশ মানে সালাম বরকত শফিক জব্বার রফিকের মাতৃভাষার জন্য আত্মত্যাগ।
একুশ মানে আজকের বাংলাদেশের ভীত।
একুশ মানে লাল টকটকে একটি জ্বাজ্বল্যমান চেতনা।
একুশ মানে ভাই হারানোর বেদনা ।
একুশ মানে অ আ ক খ অর্থাৎ তোমার আমার মায়ের ভাষা।
একুশ মানে মায়ের কাছে শেখা প্রথম বুলি।
একুশ মানে চিত ক্যানভাসে সার্বজনীন স্বচ্ছ একটি রঙিন রংতুলি।
একুশ মানে বাংলাদেশীদের বাংলা ভাষায় রচিত গান গল্প কবিতা উপন্যাস নাটক ।
একুশ আমাদের ভাষার স্বাধীনতা বাংলা ভাষা মায়ের ভাষা বাংলাদেশীদের মুখের ভাষা জাতীয় ভাষা।
একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে জোর প্রতিবাদ।
একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ জয়ী বাংলাদেশী বীর।
একুশ মানে কারো অধীনতা না মানা ।
একুশ মানে বাংলা ভাষার ইতিহাস জানা ।
একুশ মানে বাঙালী জাতির ভাষার জন্য প্রথম আত্মত্যাগ।
একুশ মানে চেতনায় মোটা লাল ক্ষত বিক্ষত দাগ।
একুশ মানে অন্যায়ের সাথে আপোষ না করা।
একুশ মানে বাংলাদেশীদের চেতনার খাঁড়া শিরদাঁড়া।
একুশ মানে সত্য অধিকারের দাবীতে না হারা।
একুশ মানে মনে রাখা।
একুশ মানে ভুলে না যাওয়া।
একুশ মানে ভুলতে না পারা।
একুশ মানে স্মরণ করা ।
একুশ মানে অধিকার আদায় করে নেয়া।
একুশ মানে স্বাধিকারে সচেতন থাকা।
একুশ মানে বাংলাদেশের হীরন্ময়ের সত্যিকার ইতিহাস।
বিষয়: সাহিত্য
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন