হে বাংলাদেশ (৩)
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ১১ নভেম্বর, ২০১৩, ০২:২৩:৩০ দুপুর
হে বাংলাদেশ, কত আর রক্ত চাই তোমার ?
কত আর মায়ের কোল খালি চায় তোমার ?
কত আর বিধবা নারী চাই তোমার ?
কত কত আর কত তাজা তাজা রক্ত চাই ?
হে বাংলাদেশ, রক্তই যদি চাই তবে সবুজ নাম কেন নিলে ?
নদী নালা খাল বিল বুকে কেন ধরলে, হে বাংলাদেশ ?
হে বাংলাদেশ, তোমাকে পরাধীনতা থেকে মুক্ত করতে,
তোমার মুখের ভাষা চির সু-উন্নতে নিখাঁদ অটুট রাখতে,
গণতন্ত্রের মশাল জ্বালাতে ঢেলেছি ঘরে বাইরে লাল ঠাটকা রক্ত-
কিন্তু আর কত্ত চাও হে বাংলাদেশ ?
সেদিনের মত দিন কী আজো বিরাজমান !
না চির প্রবহমান থাকবে যতদিন এ নাম তুমি ধরে রাখবে ?
কিন্তু স্বাধীন ? স্বাধীনতা ?
সে কী কাগুজে লিপিবদ্ধ রক্তাক্ত ক্ষত বিক্ষত একটি পাতা ?
স্বাধীনই যদি বলো, হে বাংলাদেশ-
আমার ভাইয়ের হাতে চোখে মুখে বুকে পিঠে রক্ত কেন ?
আমার মা বোন স্ত্রী কন্যারা আজো কেন বিধবা ধর্ষিতা
কিংবা নি:স্ব রিক্ত সর্ব্বহারা ?
আজো জীবন কেনো আর জীবনের হাতে হচ্ছে বেওয়ারিশ ?
আজো আমাদের সন্তানদেরকে বলা হচ্ছে ফেলানী টোকাই কিংবা কুড়ানী ?
বলো - আজেো তুমি এত অস্থির কেনো, হে বাংলাদেশ?
হে বাংলাদেশ, সেদিন আর আজকের দিনের ফাঁরাক কোথায় ?
দিব্য চোখে তো অথৈ মিল দেখি,
অমিল অনুবীক্ষণেও তো মেলে না । কেননা-
সেদিন তারা চাইত যুবকের রক্ত কিংবা লাশ ,
আর আজও চাই তদ্রূপ কিংবা ততোধিক। কিন্তু কেনো ?
এই সংস্কৃতির জন্যই কী সেদিন কলম ফেলে ভাষার দাবীতে ওরা
রাজপথে কামান গোলা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল ?
এ জন্যই কী সেদিন মুক্তিকামীরা হুলিয়া মাথায় নিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিল ?
এই জন্যই কী সেদিন আমজনতা অস্ত্র ধরেছিল ?
হে বাংলাদেশ, স্বাধীন তুমি স্বাধীনের মত থাকো।
যদি গোলামীতে মাথা রাখো, মনে রেখো –
সেদিন আরেকটি যুদ্ধ হবে তোমার সাথে আমাদের,
কেবলি তা প্রতিশোধের ।
নয় আত্মঘাতের ।
হে বাংলাদেশ, আমরা যেমন চেয়েছিলাম তেমন করে তুমি ভালো থাকো।
বিষয়: রাজনীতি
১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন