আমাদের আইন

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ২২ এপ্রিল, ২০১৩, ০৩:২৫:৪৫ দুপুর

আমাদের এক একটি আইন একেকটি মাকড়সার জাল,

সে জাল বড় পোকাকে কোনোও রকমে আটকাতে পারলেও

তারে না পারে ধরে রাখতে, না পারে শাস্তি দিতে

আর ছোট পোকারা অনায়াসে সে জালে ধরা খায়

তাতে কারো শাস্তি হয় আর কারো বা প্রান যায়।

আমাদের আদালত উকিল মোক্তার ভোক্তার কাজীরা

পাজীদের পায়ে তেল দিয়ে বাঁচাতে বদ্ধপরিকর

আর সেথায় সাধারন বাবাজীরা কদাকার

কাগুজে আইন কয় আমি সবাকার

পাগলায় কয় আমি নয় কার ।

বিষয়: বিবিধ

৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File