না , পারি না,মেনে নিতে পারি না
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ১৭ এপ্রিল, ২০১৩, ০৫:০৬:৩০ বিকাল
সময় বদলে যাচ্ছে
যাচ্ছি আমরাও
বিশ্বায়ন নগরায়নের বিষবাষ্পে যাচ্ছে উড়ে
আমাদের সুসভ্য আলখেল্লা
যাচ্ছে বেড়ে বেলা
সন্ধার অবনীতে খুজে ফিরে দেখি
পড়ে আছে আছে শ্যোন শূন্য তলা
এ জ্বালা আর সহ্য হয় না,না পারি ও না
কোনও ভাবে মেনে নিতে।
বাস্তবতার উলঙ্গতায় আবাল-বৃদ্ধ-বণিতা-বারবণিতা
আর সূর্য তরূণদের অবগাহন,সত্যকে লুকাতে
চেয়ে মিথ্যের নীপিড়ন আর বেসাতির আস্ফালন
মজলুমের ক্রন্দন,মেকীর মগজে ঝুলিয়ে দেয়া মুকুট চন্দন
আমি পারি না মেনে নিতে।বাকরুদ্ধ বাস্তবতা
অবরুদ্ধ সততা স্বচ্ছতার অপমৃত্যু দেখে দেখে
কোনো ও বাদ প্রতিবাদ না দেখে
অজান্তই বলে উঠি না এসব চলতে পারে না ।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন