একজন ঐশী ও আমাদের ভবিষ্যৎ
লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ২২ আগস্ট, ২০১৩, ১০:৩৯:৪৫ সকাল
একজন ঐশী আমদের দেখিয়ে দিল আমরা কোন সমাজে বসবাস করি। আমাদের আগামী প্রজন্ম কোন প্রভাতে ঘুম ভেঙ্গে বেড়ে উঠবে। আমরা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিদেশী শিক্ষাকেই বেছে নিয়েছি। আর তার সাথে বোনাস হিসেবে পেয়েছি তাদের সংস্কৃতি।
বিদ্যালয়ের সিলেবাস থেকে ধর্মীয়শিক্ষাকে বাদ দিয়েছি আর তার সাথে নৈতিকতাকেও ঝেটিয়ে দূর করেছি।
অনেকেই হয়ত ঐশীর ঘটনায় অবাক হয়েছে কিন্তু আমি অবাক হইনি। কারন এরুপ একটি সংবাদের আশঙ্কা বহুদিন ধরেই করে আসছি।
অনেকেরই মনে থাকার কথা শাহবাগ আন্দোলনের সময় ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছিলো যে এক বাম গড়ানার বাবা মা তার মেয়েকে নিয়ে শাহবাগে যোগ দিয়েছিলেন। রাত হয়ে গেলে বাবা মা বাসায় ফিরে গেলেও মেয়েটি আর যায়নি । বরং সে রাত বারোটার দিকে কিছু ছেলে বন্ধু নিয়ে বাসায় গিয়ে আবার বেড়িয়ে আসে । এসময় বাবা মা এতরাতে আসতে বাধা দিলে মেয়েটি বাব মাকে রাজাকার, যুদ্ধাপরাধী ইত্যাদি বলে গালাগালি করে আবার বের হয়ে আসে।
আসলে আমরা একটু সেক্যুলার আর স্মার্ট হতে গিয়ে নিজের পায়ে নিজেরাই কুড়াল দিচ্ছি।
ঐশীর দায় শুধু ঐশীর নিজেরই নয় আমিও দায় এড়াতে পারিনা। কারন এই সমাজ আর রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমিও প্রতিনিয়ত সমর্থন জানিয়ে আসছি। কখনো এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাড়াইনি।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন