লিমনরা এযুগের যোদ্ধা

লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ০৪ আগস্ট, ২০১৩, ০৯:০৫:৩৭ সকাল

লিমন এক কিশোরের নাম । যে বারবার রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রের শিকার হয়েও ঘুড়ে দাড়িয়েছে। সর্বশেষ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রীয় মামলা আর র‌্যাবের হামলার বোঝা মাথায় নিয়েও এ গ্রেড অর্জন করেছে। আজ শুধু এক লিমন নয় লাখো লিমন রাষ্ট্রযন্ত্রের অনাচারের শিকার হয়ে জেলের প্রকোষ্টে দিনাতিপাত করছে। অনেকে জেলে বসেই পরীক্ষা দিয়ে এ প্লাস ও পেয়েছে। তাদের বন্ধুরা যখন এ প্লাসের অনন্দে বিভোর তখন তারা জেল থেকে মুক্তির দিন গুনছে। হাজারো লিমনদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে জেলের প্রকোষ্ঠগুলো। আমরা মিডিয়ার কল্যানে এক লিমেনের নাম জানি। বাকীদের গল্পগুলো চৌদ্দ শিকের খাচায়ই থেকে যাচ্ছে। কোন কোন মিডিয়া স্বেচ্ছায় আবার কোন কোন মিডিয়া ভয়ে তাদের নাম প্রকাশ করছেনা অথবা তাদের খোজ নিচ্ছেনা।

একাত্তরে ঠিক এরুপ একটি পরিস্থিতির সম্মুখিন হয়েছিলো বাঙ্গালী জাতি। পাকিস্তানী শাসকগোষ্ঠীর ভয়ে কোন মিডিয়া তাদের বিরুদ্ধে বলতে পারতোনা। উঠে আসতোনা অত্যাচার আর অনাচারের দীর্ঘশ্বাসগুলো। আর তা একসময় জমা হয়ে রুপ নিয়েছিলো বিদ্রোহে। দ্রোহ আর ক্ষোভেরে সেই প্রতিক্রিয়ায় তরুণরাই জয়ী হয়েছিলো। সেসময়ে মিজানুর রহমানদের মতো দালালদের অভাব ছিলোনা। আজো নেই তবে শেষ বিচারে জয়ী হবে এই তরুণ কিশোররাই

লিমন ও সরকার

বিষয়: রাজনীতি

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File