বৃহৎ শক্তির রাজনীতি ও সাম্প্রদায়িকতা

লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ১১ এপ্রিল, ২০১৩, ০৭:২৭:৫৪ সকাল

সাম্প্রদায়িকতা বরাবরই সংকীর্ন অর্থে ব্যবহার করা হয়। এবং এ বিপরীতে উদার চিন্তাধরার কথা বলা হয়। পশ্চিমা গণতন্ত্র, উদারতাবাদ, মানবাধিকার, সমঅধিকার ইত্যাদি শব্দের আধিক্য রয়েছে আমাদের সমাজ, সাহিত্য বা চিন্তা জগতে। আশ্চর্যের বিষয় হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার পেছনে এই উদারবাদী বৃহৎ শক্তিগুলোই কাজ করছে যুগ যুগ ধরে। যার প্রমান বর্তমান বিশ্বে প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর রাখাইনদের হামলার ক্ষেত্রে পশ্চিমাদের নিরবতা শুধু আদর্শিক দিক থেকেই নয় বরং মিয়ানমারের আরাকান প্রদেশের রাজধানী সিত্তুতে চীন কর্তৃক নির্মিতব্য তেল পরিবহনের জন্য বন্দরের কাজকে বাধাগ্রস্থ্য করাও অন্যতম উদ্দেশ্য বলে অনেকে মনে করেন। এমনকি বাংলাদেশে বৌদ্ধদের উপর যে ঘৃণ্য হামলা হয়ে গেলো কিছুদিন আগে তাও এই অঞ্চলে অস্থিতিশীল করে চীন কর্তৃক মধ্যপ্রাচ্য হতে তেল আমদানীর সহজ পথ তৈরী এবং ভারত মহাসাগরে তার প্রভাব খর্ব করার নিমিত্তেই করা হয়েছে বলে মনে করা হয়। চীনও এক্ষেত্রে পিছিয়ে নেই সুপার পাওয়ার হওয়ার রথযাত্রায় বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর এই দেশটি মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত কাচিনদের রাজ্যে কাচিন জনগোষ্ঠীকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিরবে সমর্থন জানিয়ে আসছে। যদিও তারা নিজ দেশের কাচিনদের কোন অধিকারই দিচ্ছেনা। ঠিক যেন কূর্দীদের নিয়ে তুরস্ক আর সিরিয়ার খেলার মতো। পাকিস্তানের পশ্চিমাংশ জুড়ে বালুচদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের শুধু নিরবই নয় সরব সমর্থনের অভিযোগ উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর মতে ভারত কাচিনদের সেনা প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়ার জন্য। অথচ এই পাকিস্তানই আবার কাশ্মীরিদের স্বাধিনতার জন্য লড়ে যাচ্ছে ১৯৪৮ সাল থেকে। শুধু ভারতই নয় পাকিস্তানের বালুচিস্তানের মধ্য দিয়ে নির্মিতব্য ইরান-পাকিস্তান যে গ্যাস পাইপলাইন এবং গোয়াডর গভীর সমূদ্রবন্দর( যার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানী করার ক্ষেত্রে ভারত এবং মার্কিণ যুক্তরাষ্ট্রের হুমকীকে এড়াতে পারবে) নির্মানে বাধা প্রদানের নিমিত্তে বালুচদের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জ্বালনী যোগানের পশ্চিমা শক্তিও বসে থাকার পাত্র নয়। প্রত্যেকটি ঘটনার সহিতই জড়িত রয়েছে ক্ষমতার দ্বন্ধ এবং সাম্প্রদায়িকতা।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File