বেস্ট অফ লাক লিটল বয়
লিখেছেন লিখেছেন ভালো পোলা ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:৩০:৫৬ রাত
আশরাফুল ছোট বেলা থেকে আমার আদর্শ।খুব খাটো একটা ছেলে।কিন্তু কি নিঁখুত শর্ট খেলত।মমিনুল কিন্তু তারই যোগ্য উত্তরসূরি। খুব খাটো একটা ছেলে।কিন্তু খেলে অসাধারণ। আজ তাকে নামানো হয়েছে #ধর_মামা_পিটা_যলদি। এই পজিশনে ছেলেটা যে কত ভালো খেলছে তা সবাই দেখছে।ব্যাট তার হাতের চেয়ে বড়,প্যাড তার পায়ের চেয়ে বড়।গায়ে জোর কম।কিন্তু তারপর ও এদিক সেদিক আছাড় খেয়ে মেরে খেলার প্রচন্ড সফল চেষ্টা। এবং দলকে একটা ফাইটিং স্কোরে দাঁড় করিয়ে দেয়া মহান ক্রিকেটার মিমি।কারো সাতেও নাই পাঁচে ও নাই।নিজের খেলা নিয়াই আছে ছেলেটা।আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেটাই কিছুদিন পর আমাদের নেতৃত্ব দিতে যাচ্ছে।
♥♥♥♥♥
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন