আমি এতটা খুশি হইতে পারিনি

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৬ নভেম্বর, ২০১৪, ০৩:৩০:২১ দুপুর

বাংলা ওয়াশ বাংলাওয়াশই।।

সেটা জিম্বাবুয়ে হোক আর নিউজিল্যান্ড হোক।।

কিন্তু এই ওয়াশে আমি খুশি, কিন্তু এতটা খুশি হইতে পারি নাই।যতটা হইছিলাম নিউজিল্যান্ড কে ওয়াশ করার পর।

এই টেষ্টে এমন কিছু দেখেছি যা কোনদিন বাংলা ক্রিকেটে দেখিনি।মূলত অবাক করা বস্তুটি হচ্ছে মুশফিক।সে যে এতটা সেল্ফিস হতে পারে তা আগে জানা ছিল না।

৩য় টেস্টের শেষদিকে যখন ইনিংস ডিক্লেয়ার করার সময় আসে তখন মুশি ইনিংস ডিক্লেয়ার করতেছেনা কারন সে ৫০ করার চিন্তা করতেছে।কিন্তু যখন সে ৫০ করার আগেই আউট হয়ে যায়, তারপরই ইনিংস ডিক্লেয়ার করে দেয়।যদি তখন মিমিকে ২ টা ওভার চান্স দেয়া হত তাহলে বিশাল তো কোন ক্ষতি হত না!! মিমি তখন ১৩১*

শেষ দিন সাকিব যদি ২ টা উইকেট পাইত মোটামুটি রেকর্ড বইয়ে একটা নাম লিখাতে পারত।কিন্তু ময়নাকে দিয়ে মাত্র ১১ ওভার বোলিং করানো হয়েছে।সাকিবের দূর্ভাগ্য,সে ঊইকেট পায় নি।যদি সাকিব কে আরো কয়েকটা ওভার করাত তাহলে সাকিব ঠিকই ২ টা উইকেট নিয়ে নিত।

এত কিছুর পএও বাংলাদেশে দলের প্রতি রইল অনেক শুভকামনা।

আশা করি সামনের ওয়ান্ডে সিরিজ জিতবে।হোয়াইটওয়াশের দরকার নাই।।।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284873
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
284886
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
ফেরারী মন লিখেছেন : বাংলাদেশ একদিন অনেক ভালো খেলবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File