ছুটি হয়েছে আমাদের, আজীবনের নিষিদ্ধ হওয়ার ছুটি...

লিখেছেন লিখেছেন ভালো পোলা ৩০ আগস্ট, ২০১৪, ০৩:৩৮:৩৬ দুপুর

বিদায় অনুষ্ঠান শেষে বন্ধুরা মিলে সমস্বরে বলেছিল--"আহ! বাইচা গেছি রে। বালের স্কুল হেব্বি জ্বালাইছে এতদিন। কি মাইরটাই না খাইছি। সব শেষ।" ...আজ অনেক দিন পড়ে স্কুলে গিয়েছিলাম ঘুরতে। স্কুলের সাদা বিল্ডিংটা মনে হয় আমাকে বলছিল--"মামুন। তোর ছুটি হয়ে গিয়েছে। এখানে তুই বেমানান।" সকালে ঘুম থেকে উঠে সাদা শার্ট,কালো প্যান্ট পড়ে স্কুল ব্যাগ কাধে নিতে ইচ্ছে হচ্ছিল খুব। অনেক ইচ্ছে করছিল সবার সাথে একটি লাইনে দাড়িয়ে বলি--"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"

ক্রীড়া শিক্ষক এই বুঝি বলছে--"আরামে দাড়া। সোজা হও।"

খুব ইচ্ছে করছিল গণিতের শিক্ষক ইকবাল স্যার আমাকে বলবে--"মামুন এবারও তুই গণিতে খারাপ করলি?" বেতের আঘাতে চিৎকার করতে ইচ্ছে হচ্ছিল খুব। টিফিন পিরিয়ডে সব বন্ধুরা মিলে ক্রিকেট খেলার স্মৃতি গুলো কড়া নাড়ছিল। চারকোনা সবুজ মাঠটাকে বিশ্বের শ্রেষ্ঠ খেলার মাঠ মনে হচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে খেলার দরখাস্ত জমা দেই হেড স্যারের কাছে। সব বন্ধুরা মিলে ঝালমুড়ি খেতে খেতে স্কুলের মেয়েদের খবর নিতে ইচ্ছে হচ্ছিল। প্রেমের প্রথম সাগরে ডুব দিতে ইচ্ছে হচ্ছিল খুব। স্কুলের সাদা বিল্ডিংটাকে মনে হচ্ছিল পৃথিবীর সব চাইতে সুন্দর স্থাপনা।

--সেই স্কুল,সেই সাদা বিল্ডিং, সেই সবুজ চারকোণা মাঠ সব আগের মতো। শুধু নেই আমি, আমাদের সেই আড্ডা... সেই একই বাগানে এখন নতুন ফুল এসেছে। পুরনো ফুলের মতো ঝরে গিয়েছি আমরা। ছুটি হয়েছে আমাদের। আজীবনের নিষিদ্ধ হওয়ার ছুটি।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259652
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৬
চোরাবালি লিখেছেন : সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলেন।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
205113
ভালো পোলা লিখেছেন : ধন্যবাদ
259656
৩০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৮
ফেরারী মন লিখেছেন : পড়ে মনটা উদাস বনে গেলো। আহ! কতদিন দেখা হয় না গ্রামের সেই স্কুলটাকে। Sad Sad
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
205114
ভালো পোলা লিখেছেন : আসলেইঈ তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File