দোষটা কোথায় তা সবাই জানে!!!!!!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৭:২৯ দুপুর
একজন পেসার বল নিয়ে দৌড়ে আসছে।লক্ষ্য, ব্যাটস্ম্যানকে পরাস্থ করা।।ব্যাটসম্যানও আতংকে আছে, এই বলটি কি তার জন্য মহা বিপদ হয়ে আসতেছে????
কিন্তু বাংলাদেশের পেসাররা যখন শ্রীলংকার ব্যাটস্ম্যানদের জন্য বল করে তখন বোলার উল্টো আতংকে থাকে,এই বুজি ছক্কা মেরে দিলো????
সকাল থেকে বাংলা পেসার আমিন এর বল দেখতেছি,ঐ হালায় সবগুলা বল একই লাইনে করে। তার বল খেলতে কোন ব্যাটসম্যানের কষ্ট হয় বলে আমার মনে হয় না।
একজন পেসার গুড লেন্থ,ইয়রকার মাধ্যমে তার বল করার চেষ্টা করতে হবে।তা না হলে সে কিসের পেসার???
আমাদের পেসারের অভাবটা চিরোদিনের। এই দোষটা আমাদের বোরডের। দেশে অনেক ভালো মানের পেসার আছে,শুধুমাত্র একটু পৃষ্ঠপোষকতার অভাব।আমরা গতানুগতিক নিয়মের মধ্যেই রয়ে গেছি।রাজনীতির কালো ছত্রছায়া ঘিরে ফেলেছে আমাদের ক্রিকেটকেও।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া একটু ধৈর্য্য ধরতে হবে । ও তো সবে মাত্র এলো আন্তর্জাতিক ক্রিকেটে । ও ফেল করলে তো অনেক ভালো পোলা পাইন পাওয়া যাবে যারা মাথা খাটিয়ে পেসায় ।
শ্রী লংকা তো মনে হয় আজকেই ৩০০ ছাড়িয়ে যাবে ।
http://www.espncricinfo.com/bangladesh-v-sri-lanka-2013-14/engine/current/match/690349.html
মন্তব্য করতে লগইন করুন